নিজস্ব প্রতিবেদন : পুজোর মরশুমে ঘুরে বেড়ানোর চাহিদা অনেক বেশি বৃদ্ধি পায়। ঘুরে বেড়ানোর এই চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায় যানবাহনের চাহিদা। এই চাহিদার কথা মাথায় রেখে এবার রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিল পুজোর আগে।
রাজ্য সরকারের উদ্যোগে এবার পূজোর মরশুমে বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের পৌঁছে দেওয়ার জন্য চালু হচ্ছে একগুচ্ছ পর্যটন বাস ও ভেসেল। যে সকল পর্যটন কেন্দ্রগুলিকে উপলক্ষ করে এই ধরনের বাস ও ভেসেল চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেগুলি হল বোটানিক্যাল গার্ডেন, বেলুড়, তারাপীঠ, ব্যান্ডেল, ফুরফুরা শরীফ, মায়াপুর এবং বকখালি ইত্যাদি।
এই সকল বিশেষ বাস চালু হবে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে বলেই জানা যাচ্ছে রাজ্য পরিবহন দপ্তর সূত্রে। বাস চালু হওয়ার পাশাপাশি জল পথে বেলুড় এবং বোটানিক্যাল গার্ডেন পৌঁছে যাওয়ার জন্য চালু হচ্ছে ভেসেল। এই সকল বাস এবং ভেসেলের ভাড়া ইতিমধ্যেই নির্দিষ্ট করা হয়েছে রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে।
ভাড়া হিসাবে বকখালি যাওয়ার ক্ষেত্রে মাথাপিছু ৬০০ টাকা নির্ধারিত করা হয়েছে। একই ভাড়া লাগবে মায়াপুর, চন্দ্রকোনার গুরুদুয়ার যাওয়ার জন্য। কলকাতা থেকে ফুরফুরা শরীফ এসি বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা। কলকাতা থেকে তারাপীঠ যাওয়ার জন্য এই ধরনের এসি বাসের ভাড়া রাখা হয়েছে ৯০০ টাকা।
অনলাইনের পাশাপাশি অফলাইনেও এই সকল বাস ও ভেসেলের টিকিট বুকিং করা যাবে বলেই জানা যাচ্ছে পরিবহন দপ্তর সূত্রে। অন্যদিকে মিলিনিয়াম পার্ক থেকে বেলুর পর্যন্ত জল পথে যাওয়ার জন্য ভেসেলের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৪০ টাকা এবং হাওড়া থেকে বোটানিক্যাল গার্ডেন যাওয়ার জন্য যাত্রীদের ভাড়া দিতে হবে ৩৭০ টাকা।