WB Weekly Weather Forecast: আবহাওয়ার পরিবর্তনের বদলে যেতে পারে ২৫শে ডিসেম্বরের প্ল্যান, জেনে নিন সপ্তাহের আপডেট

Prosun Kanti Das

Published on:

Advertisements

WB Weekly Weather Forecast: শীতের মরশুমে ব্যাঘাত ঘটাচ্ছে বৃষ্টি, দক্ষিণবঙ্গের আটটি জেলায় শুক্রবার হালকা বৃষ্টি হয়েছে। শনিবার অর্থাৎ আজকেই রাজ্যের দশটি জেলাতে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এমনকি কুয়াশায় ঢেকে যাবে রাজ্যের বেশ কয়েকটি জেলা। উত্তরবঙ্গে দেখা দেবে তুষারপাত ও বৃষ্টি। এই সবকিছুই হচ্ছে সমুদ্রে থাকা নিম্নচাপের জন্য যা বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। তার সঙ্গে সংযুক্ত ঘূর্ণাবর্তটি এখন সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতায় রয়েছে। তবে তামিললাড়ু উপকূলবর্তী এলাকার দিকে বাঁক নিচ্ছে এই নিম্নচাপটি।

Advertisements

কলকাতা, এবং পার্শ্ববর্তী জেলা যেমন হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ বঙ্গের অন্যান্য জেলার আবহাওয়া শুষ্ক থাকবে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর (WB Weekly Weather Forecast)। তবে ভোরের দিকে থাকতে পারে হালকা থেকে মাঝারি কুয়াশা। কুয়াশা দেখা দেবে রাজ্যের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলাগুলিতে।

Advertisements

রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে এরপর থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে বরং দেখা দেবে ঘন কুয়াশা। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা হবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ডিসেম্বর মাসের ২১ তারিখ অর্থাৎ আজকে রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে।

Advertisements

আরও পড়ুন:Weather NewsWeather News: হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে ভাসতে পারে এই সমস্ত জেলাগুলি

ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে যে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় (WB Weekly Weather Forecast) ভোরের থেকেই থাকবে ঘন কুয়াশা। এদিকে উত্তরের দুই পাহাড়ি জেলাতে বিভিন্ন জায়গায় হতে পারে তুষারপাত।

তবে বড়দিনের ছুটি কেমন কাটবে তাই নিয়ে সকলেই চিন্তিত। আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী, ২২শে ডিসেম্বর থেকে ২৬শে ডিসেম্বর উত্তর ও দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়া (WB Weekly Weather Forecast) শুষ্কই থাকবে। আশা করা যাচ্ছে ২৩শে ডিসেম্বর পর্যন্ত কোন বড় ধরনের পরিবর্তন আসবে না রাজ্যের আবহাওয়াতে। ২৩ তারিখের পর তাপমাত্রার পারদ দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে, ২১-২৩শে ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। ২৪শে ডিসেম্বর ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং ২৫শে ডিসেম্বর তা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। তবে আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

Advertisements