WB Madhyamik Result: খাতা দেখা কমপ্লিট, তবে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের আগেই নয়া সিদ্ধান্ত পর্ষদের

নিজস্ব প্রতিবেদন : ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা (WB Madhyamik Exam) ফেব্রুয়ারি মাসের ১২ তারিখেই শেষ হয়ে গিয়েছে। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর এখন পালা পরীক্ষার ফলাফল (WB Madhyamik Result) সামনে আনার। আর এই ফলাফল সামনে আসার অপেক্ষাতেই লুকিয়ে রয়েছেন পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরা।

চলতি বছর মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে প্রকাশ পাবে তা নিয়ে ইতিমধ্যেই নানান জল্পনা শুরু হয়ে গিয়েছে। কোন কোন সূত্রে জানা যাচ্ছে, চলতি মাসের শেষের দিকে পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে, আবার কোন কোন সূত্রে জানা যাচ্ছে মে মাসের দ্বিতীয় সপ্তাহ লেগে যেতে পারে পরীক্ষার ফলাফল প্রকাশ হতে।

পর্ষদ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই পরীক্ষার খাতা দেখা কমপ্লিট। তবে খাতা দেখা কমপ্লিট হলেও পরীক্ষার ফলাফল প্রকাশ করার আগে পর্ষদের তরফ থেকে নয়া সিদ্ধান্ত নেওয়া হল। পর্ষদের নয়া সিদ্ধান্ত অনুযায়ী কিছু পরীক্ষার্থীর খাতা পুনর্মূল্যায়ন করা হবে। বোর্ডের তরফ থেকে চিহ্নিত করে দেওয়া কিছু পরীক্ষার্থীর খাতা পুনরায় দেখার নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষকদের। এই বছর প্রথম অনলাইনে নম্বর সাবমিশন করার ব্যবস্থা আনা হয়েছে এবং সেই কাজও সম্পূর্ণ হয়ে গিয়েছে। আর এরপরই সংসদের তরফ থেকে এমন সিদ্ধান্ত।

আরও পড়ুন 👉 HS Question Pattern: শুধু সিলেবাস বদল নয়, এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৫০-৩০-২০% পদ্ধতিতে সাজানো হচ্ছে প্রশ্ন

মাধ্যমিক পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন করার ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নেওয়ার পিছনে রয়েছে নির্ভুল নম্বর প্রকাশ করা। এই বিষয়ে পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে যাতে কোথাও কোনো রকম ভুল ত্রুটি না থাকে, স্বচ্ছ ভাবে যেন পরীক্ষার নম্বর প্রকাশ করা হয় তার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোন পদ্ধতিতে এই প্রক্রিয়া চালানো হচ্ছে তা গোপন রাখা হয়েছে পর্ষদের তরফ থেকে।

পর্ষদের এমন সিদ্ধান্তের ফলে এই বছর পরীক্ষার ফলাফল প্রকাশের পর আবার মেধা তালিকায় পরিবর্তন আসার ঘটনা খুব কম হবে বললেই আশা করা হচ্ছে। অন্যান্য অধিকাংশ বছরের ক্ষেত্রেই দেখা গিয়েছে পরীক্ষার ফলাফল প্রকাশ করে দেওয়ার পর অনেক পরীক্ষার্থীদের দেখা গিয়েছে নম্বর পছন্দ না হওয়ায় তারা স্ক্রুটিনি বা রিভিউয়ের জন্য আবেদন আবেদন জানাতে। এই ধরনের ঘটনায় অনেকের নম্বর বেড়েছে এমনটাও লক্ষ্য করা গিয়েছে। ফলে অনেক ক্ষেত্রেই মেধাতালিকায় অদল বদল হতেও লক্ষ্য করা গিয়েছে।