কত নম্বর পেলে তবেই একাদশে ভর্তি হওয়া যাবে, ঘোষণা শিক্ষা সংসদের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনা পরিস্থিতির জন্য পরীক্ষা নেওয়া সম্ভব না হওয়ায় বিকল্প পদ্ধতির মধ্য দিয়ে মূল্যায়ন করে চলতি বছর মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। আর এই ফলাফল প্রকাশ হওয়ার সাথে সাথে লক্ষ্য করা গিয়েছে ১০০% পড়ুয়া পাস, ৯০% পড়ুয়া প্রথম বিভাগ এবং ৭৯ জন পড়ুয়া সর্বোচ্চ নম্বর পেয়েছেন। আর এরপরেই পরবর্তী অর্থাৎ উচ্চশিক্ষায় ভর্তি নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করছে।

Advertisements

তবে এই ফলাফল প্রকাশের সাথে সাথেই পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ দ্বাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য মাপকাঠি প্রকাশ করলো। এমন মাপকাঠি এর আগে কখনো প্রকাশ করা হয়নি। এই মাপকাঠির শর্ত পূরণ করলেই মাধ্যমিক উত্তীর্ণরা একাদশ দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চমাধ্যমিকের জন্য ভর্তি হতে পারবেন।

Advertisements

তবে এই মাপকাঠি সব বিভাগের জন্য প্রকাশ করা হয়নি। মাপকাঠি প্রকাশ করা হয়েছে কেবলমাত্র বিজ্ঞান বিভাগের জন্য। অর্থাৎ বিজ্ঞান বিভাগে যেসকল পড়ুয়ারা ভর্তি হতে চান তাদের পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রকাশকরা মাপকাঠির শর্ত পূরণ করতে হবে তবেই তারা বিজ্ঞান বিভাগে ভর্তি হতে পারবেন।

Advertisements

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে মাপকাঠি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, কোন মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়া উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ার ইচ্ছে প্রকাশ করলে তাকে মাধ্যমিকের প্রতিটি বিজ্ঞান বিষয়ক বিষয়ে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর পেতেই হবে। এক্ষেত্রে সংসদের তরফ থেকে যে সকল বিষয়গুলির নাম উল্লেখ করা হয়েছে সেগুলি হল গণিত কিংবা স্ট্যাটিস্টিক্স, জীবন বিজ্ঞান, পদার্থবিদ্যা বা রসায়ন বা উভয়, ভূগোল এবং কম্পিউটার সায়েন্স। আর এই শর্ত পূরণ না করা হলে ওই পড়ুয়া বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে পারবেন না।

Advertisements