Higher Secondary New Syllabus: ২৪ পেলেই পাশ, বদলে গেল উচ্চমাধ্যমিকের সিলেবাস, দেখে নিন নতুন সবকিছু

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত কয়েকদিন ধরেই উচ্চমাধ্যমিকের সিলেবাসে পরিবর্তন আনা হবে তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে বৃহস্পতিবার সেই জল্পনাতেই সিলমোহর দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। এদিন উচ্চমাধ্যমিকের নতুন সিলেবাস (Higher Secondary New Syllabus) প্রকাশ করা হলো। সংসদ সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য নতুন সিলেবাস প্রকাশ করেন।

Advertisements

নতুন সিলেবাস অনুযায়ী উচ্চমাধ্যমিকের ৬২ টি বিষয়ের মধ্যে ৪৯ টির সিলেবাস পরিবর্তন করা হচ্ছে আর ১৩ টির সিলেবাস অপরিবর্তিত থাকছে। এই ১৩টি বিষয় ভোকেশনাল। প্রতি শিক্ষা বর্ষে প্রত্যেক বিষয়ে পড়াশোনার জন্য ২০০ ঘন্টা নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রথম সেমিস্টারের জন্য ১০০ ঘন্টা, দ্বিতীয় সেমিস্টারের জন্য ৮০ ঘণ্টা এবং রেমিডিয়াল ক্লাস বা হোম অ্যাসাইনমেন্টের জন্য ২০ ঘন্টা। যার মধ্যে থাকবে প্রজেক্ট এবং ইন্টার্নশিপ।

Advertisements

নতুন সিলেবাস অনুযায়ী সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে। একাদশ শ্রেণিতে যে দুটি পরীক্ষা হবে সেই দুটি পরীক্ষা হবে প্রথম ও দ্বিতীয় সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীতে যে দুটি পরীক্ষা হবে সেই দুটি পরীক্ষা তৃতীয় ও চতুর্থ সেমিস্টার হিসেবে ধরা হবে। প্রত্যেক সেমিস্টারের জন্য ৩৫ নম্বর অর্থাৎ এক একটি ক্লাসে ৭০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ৩০ নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। অন্যদিকে ৮০ নম্বরের লিখিত পরীক্ষা হলে ২০ নম্বরের প্র্যাকটিক্যাল থাকবে। লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর হবে প্রাকটিক্যাল পরীক্ষা। ৭০ নম্বরের লিখিত পরীক্ষায় ২১ নম্বর পেলেই পাশ, অন্যদিকে ৮০ নম্বরের লিখিত পরীক্ষা হলে ২৪ নম্বর পেলেই পাশ।

Advertisements

আরও পড়ুন ? HS Exam New Rule: বড় বদল আসছে উচ্চমাধ্যমিক পরীক্ষায়, পরীক্ষার্থীদের সামনে খুলে যাবে নতুন দরজা

একাদশ শ্রেণির যে সকল পরীক্ষা হবে সেগুলির দায়িত্ব থাকবে স্কুলের উপর অর্থাৎ স্কুলগুলিকেই দায়িত্ব নিয়ে পরীক্ষা করাতে হবে। পরীক্ষার রুটিনের দায়িত্ব থাকবে শিক্ষা সংসদের। সংসদের তরফ থেকে যে দুটি সেমিস্টারে পরীক্ষা নেওয়া হবে তাদের জন্য একটি অ্যাডমিট কার্ড দেওয়া হবে। কোন পরীক্ষার্থী যদি উচ্চমাধ্যমিকের প্রথম সেমিস্টারে ০ পান তাহলেও তিনি পরের সেমিস্টারে বসতে পারবেন। সিলেবাসে যে সকল পরিবর্তন আনা হয়েছে সেগুলি বৃহস্পতিবারই সংসদের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে।

সিলেবাসে সবচেয়ে বেশি পরিবর্তন আনা হয়েছে বাংলায়। এছাড়াও গুজরাতি, ফ্রেঞ্চ ও পাঞ্জাবি এই তিনটি বিষয় বাদ দেওয়া হয়েছে পরীক্ষার্থীর সংখ্যা একেবারেই নগণ্য হওয়ার কারণে। সিলেবাসে এবার যুক্ত হতে চলেছে শ্রীজাতর কবিতা, একাত্তরের মুক্তিযুদ্ধ, ভারতের বিদেশনীতি, পরমাণু নীতি ইত্যাদি নানান নতুন বিষয়।

Advertisements