WBCHSE New Rules: উচ্চমাধ্যমিকে সংসদের নতুন নিয়ম, না মানলে পরীক্ষায় বসতেই দেওয়া হবে না

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন ক্ষেত্রে নিয়মে বদল এনেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। নতুন নিয়মের পরিপ্রেক্ষিতে এখন শিক্ষক-শিক্ষিকা থেকে পড়ুয়ারা কোন কোন ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হলেও বিষয়টি ধাতস্থ হয়ে গেলেই তাদের অনেক সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। আর এসবের মধ্যেই এবার উপস্থিতি নিয়ে নতুন নিয়মের কথা জানালো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE New Rules)।

Advertisements

এই বছর যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের নতুন সিলেবাস অনুযায়ী পড়াশোনা শুরু হয়েছে। নতুন সিলেবাস অনুযায়ী পড়াশুনোর পাশাপাশি তাদের পরীক্ষার পদ্ধতিতেও বদল এসেছে। কেননা তাদের পরীক্ষা এবার সেমিস্টার পদ্ধতিতে নেওয়া হবে। একাদশ শ্রেণির পড়ুয়ারা এই বছর প্রথম ওএমআর শিটে পরীক্ষা দিচ্ছে। গত ১৩ সেপ্টেম্বর শুরু হয়েছে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার।

Advertisements

নতুন সিলেবাস এবং নতুন পদ্ধতিতে পরীক্ষা শুরু হলেও এই বছর একাদশ শ্রেণীতে অনেক পড়ুয়াদের পরীক্ষায় বসতে দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। এমন সমস্যা তৈরি হয়েছে মূলত তাদের উপস্থিতির কারণে। বেশ কিছু স্কুল রয়েছে যারা তাদের পড়ুয়াদের পরীক্ষায় বসতে দেয়নি, ন্যূনতম উপস্থিতি না থাকার কারণে। উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও এমনটা হতে পারে যদি ন্যূনতম উপস্থিতির হার মেনে না চলা হয়।

Advertisements

আরও পড়ুন : Weather Update South Bengal: গভীর নিম্নচাপের বৃষ্টির রেস কাটতে না কাটতেই ফের বৃষ্টির পূর্বাভাস, শুক্রবার ভাসবে দক্ষিণবঙ্গের ৫ জেলা

সংসদ জানিয়েছে, প্রত্যেক সেমিস্টারে পড়ুয়াদের স্কুলে অন্ততপক্ষে ৭০% উপস্থিতি থাকতে হবে। ৭০ শতাংশ উপস্থিতি না থাকলে পড়ুয়াদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না। বিশেষ ক্ষেত্র যেমন মেডিকেল অথবা অন্য কোন উপযুক্ত কারণের পরিপ্রেক্ষিতে ২০ শতাংশ ছাড় দেওয়া যেতে পারে। তবে সে ক্ষেত্রেও হিসেব অনুযায়ী অন্ততপক্ষে ৫০% উপস্থিতি থাকতেই হবে আর তা না হলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না।

রাজ্যে যে সকল স্কুল রয়েছে তাদের অধিকাংশ স্কুল প্রথম সেমিস্টারের ক্ষেত্রে স্কুলে উপস্থিতির বিষয়টিতে কিছুটা হলেও ছাড় দিয়েছে। আবার অনেক স্কুল রয়েছে যারা কঠোরভাবে এই নিয়ম মেনে চলছে। কিন্তু দ্বিতীয় সেমিস্টারের ক্ষেত্রে উপস্থিতির হার নিয়ে কোনরকম ছাড় দেওয়া হবে না বলেই জানানো হয়েছে। সেক্ষেত্রে ন্যূনতম উপস্থিত না থাকলে কোনোভাবেই পড়ুয়ারা পরবর্তী সেমিস্টারে বসতে পারবে না।

Advertisements