WBCHSE PDF Books: উচ্চমাধ্যমিকের নতুন বই না পেলেও চিন্তা নেই, দুর্দান্ত ব্যবস্থা করে দিল সংসদ

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার পঠনপাঠন নতুন সিলেবাস দিয়ে শুরু হতে চলেছে। পরীক্ষা পদ্ধতিতে বদল আসার কারণে এবার উচ্চমাধ্যমিকের পুরো সিলেবাসে বদল আনা হয়েছে। আর সিলেবাসে বদল আনার কারণে সংসদকে (WBCHSE Books) নতুন নতুন বই ছাপাতে হচ্ছে। কেননা সংসদ (WBCHSE) প্রতিবছর বাংলা ও ইংরেজি সহ প্রথম ও দ্বিতীয় ভাষার বই সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে থাকে।

অন্যান্য বছরের মতো এই বছরও এই সকল বই বিনামূল্যেই দেওয়া হবে। তবে বাধ সেজেছে বই ছাপানোর ক্ষেত্রে। যা জানা যাচ্ছে তাতে এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে বই ছাপানো হয়নি, যে কারণে স্কুলগুলিতে প্রয়োজনীয় বই পাঠানো সম্ভব হয়নি। এদিকে গরমের ছুটি শেষ হয়ে আগামী ১০ জুন থেকে প্রত্যেকটি সরকারি ও সরকার পোষিত স্কুলে পঠন-পাঠন শুরু হয়ে যাবে। স্কুলে পঠন-পাঠন শুরু হয়ে গেলেও একাদশ শ্রেণীর পড়ুয়ারা বই না পেলে কি পড়বেন তা নিয়ে এখন দুশ্চিন্তা।

একাদশ শ্রেণির পড়ুয়ারা বই না পাওয়ার জন্য যে দুশ্চিন্তা করছে, এবার সেই দুশ্চিন্তা থেকে পড়ুয়াদের উদ্ধার করতে অভিনব ব্যবস্থা গ্রহণ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এবার সংসদের ওয়েবসাইটে একাদশ শ্রেণির প্রথম ও দ্বিতীয় ভাষার সমস্ত বই পিডিএফ (WBCHSE PDF Books) আকারে আপলোড করে দেওয়া হল। আর এর ফলে হাতে বই না পেলেও কোন চিন্তা থাকবে না, ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করেই পড়াশোনা করতে পারবে।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, উচ্চমাধ্যমিকের বাংলা, ইংরেজি সহ প্রথম ও দ্বিতীয় ভাষার সমস্ত বই পিডিএফ আকারে সংসদের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। ওই ওয়েবসাইট থেকে শিক্ষক এবং পড়ুয়ারা বই ডাউনলোড করে পড়াতে এবং করতে পারবেন। হাতে বই না থাকার কারণে পড়াশোনা থমকে থাকবে না।

সংসদের তরফ থেকে তাদের ওয়েবসাইটে প্রথম ও দ্বিতীয় ভাষার যে সকল পিডিএফ আপলোড করা হয়েছে সেগুলি সহজেই https://wbchse.wb.gov.in/books-for-language-subject/ লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন পড়ুয়ারা। তবে এই ব্যবস্থা নিয়ে শিক্ষক মহলের একাংশ প্রশ্ন তুলেছেন। তাদের প্রশ্ন মূলত গ্রামাঞ্চলের পড়ুয়াদের নিয়ে। তাদের প্রশ্ন, গ্রাম্য এলাকার পড়ুয়ারা পিডিএফ ডাউনলোড করে বই পড়ার ক্ষেত্রে কতটা স্বাচ্ছন্দ বোধ করবে সেটাই দেখার।