WBMSC Sanitary Inspector Recruitment is going on in the municipalities in the districts: মিউনিসিপাল সার্ভিস কমিশনের সাহায্যে রাজ্যের মোট ১৯ টি পৌরসভায় পৌর কর্মী নিয়োগের (WBMSC Sanitary Inspector Recruitment) ঘোষণা করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে বিজ্ঞপ্তি ঘোষণা করে কর্মী নিয়োগ পদ্ধতি, যোগ্যতা, আসন সংখ্যা, পদ ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। পৌর কর্মী নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়তে হবে।
পদ
স্যানিটারি অফিসার (WBMSC Sanitary Inspector Recruitment) পদে পৌর কর্মী নিয়োগ করার ঘোষণা করা হয়েছে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমগোত্রীয় পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিরা পৌরকর্মী হিসেবে আবেদন (WBMSC Sanitary Inspector Recruitment) করার জন্য যোগ্য। এছাড়া আরও একটি জিনিস দরকার যা হলো যেকোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠানের স্যানিটারি ইন্সপেকশন শংসাপত্র।
বয়স
২০২৪ এর ১ লা জানুয়ারির হিসাবে আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী, তপশিলি জাতি ও উপজাতিরা বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন।
আসন সংখ্যা
মোট ১৯টি পৌরসভায় পৌর কর্মী নিয়োগ করা হবে। এই পৌরসভা গুলি হল ইংরেজবাজার, গারুলিয়া, হালিশহর, বাঁকুড়া, জলপাইগুড়ি, হুগলী-চুঁচুড়া, খড়গপুর, দমদম, ডায়মন্ড হারবার, মাল, রায়গঞ্জ, নবদ্বীপ, শান্তিপুর, তমলুক, রামপুরহাট, উলুবেরিয়া, রাজপুর, সোনারপুর এবং উত্তরপাড়া-কতোরং এ। প্রত্যেকটি পৌরসভার জন্য বরাদ্দ আসন সংখ্যা ১ টি করে। এই ১৯টি পৌরসভার মধ্যে ১১ টিতে অসংরক্ষিত অর্থাৎ জেনারেল কাস্ট এর ছেলেমেয়েদের কর্মী হিসেবে নিয়োগ করা হবে। আর বাকি ৮ টিতে সংরক্ষিত তপশিলি বা উপজাতিদের মধ্য থেকে কর্মী নিয়োগ করা হবে।
বেতন
এই পদের জন্য শুরুতে বেসিক পে হিসেবে দেয়া হবে ২৮,৯০০ টাকা। পরবর্তীকালে এই বেতন বাড়িয়ে ৭৪,৫০০ টাকা অব্দি করা হবে বলে জানা গেছে।
আবেদন প্রক্রিয়া
মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনকারীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য নির্দিষ্ট ফর্মটি পূরণ করে ফি জমা করতে হবে। ওবিসি ও এসসি, এসটি প্রার্থীরা জমা করবেন 200 টাকা এবং বাকিরা ফি বাবদ জমা করবেন ৫০ টাকা। এছাড়া কমিশনের দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বেশ কিছু নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে আবেদনপত্রের সাথে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 19 শে এপ্রিল
নিয়োগ প্রক্রিয়া
২০০ নম্বরের লিখিত পরীক্ষা ও ৪০ নম্বরের ইন্টারভিউ এর মাধ্যমে পৌর কর্মী নিয়োগ করা হবে বলে জানা গেছে। পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্য কাট অফ মার্কস রাখা হয়েছে ৪৫ শতাংশ এবং এসসি, এসটি, ওবিসিদের জন্য তা হবে ৩৫ শতাংশ। লিখিত পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নের ধরন হবে এমসিকিউ প্রকৃতির।