WBPSC Recruitment: গোটা ২০২৫ এর পাবলিক সার্ভিস কমিশন নিয়োগের বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ, দেখে নিন এক ঝলকে

Prosun Kanti Das

Published on:

Advertisements

WBPSC Recruitment: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ২০২৫ সালের পরীক্ষার ক্যালেন্ডার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে। WBPSC পরীক্ষার ক্যালেন্ডার ২০২৫ প্রার্থীদের বিভিন্ন পরীক্ষার জন্য সম্ভাব্য পরীক্ষার তারিখ জানতে সাহায্য করে। কমিশন মৎস্য পরিদর্শক, ল্যাবরেটরি সহকারী, সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা, স্টোরকিপার, লাইব্রেরি সহকারী এবং অন্যান্য পদ সহ বিভিন্ন পদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের সময়সূচী প্রকাশ করেছে করেছে। প্রার্থীরা এই প্রতিবেদনে শেয়ার করা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন নিয়োগের (WBPSC Recruitment) সময়সূচী দেখে তাদের নিজ নিজ পদের জন্য সেই অনুযায়ী তাদের প্রস্তুতির পরিকল্পনা করতে পারেন।

Advertisements

আবেদনের ধরণ: অনলাইন

Advertisements

পরীক্ষার ধরণ: অনলাইন বা অফলাইন (নির্দিষ্ট পরীক্ষার উপর নির্ভর করে)

Advertisements

নিয়োগ প্রক্রিয়া: প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা এবং ইন্টারভিউ (যদি প্রযোজ্য হয়)।

শিক্ষাগত যোগ্যতা: পদের উপর নির্ভর করে পরিবর্তিত হয়, সাধারণত সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক ডিগ্রি।

বয়সসীমা: পদের উপর নির্ভর করে পরিবর্তিত হয়, সাধারণত ১৮ থেকে ৪০ বছরের মধ্যে (সংরক্ষিত বিভাগের জন্য ছাড় প্রযোজ্য)।

বেতন: বিভিন্ন পদের জন্য বেতন স্কেল পরিবর্তিত হয়

অফিসিয়াল ওয়েবসাইট: https://www.pscwbonline.gov.in/

WBPSC পরীক্ষার ক্যালেন্ডার ২০২৫

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন নিয়োগের (WBPSC Recruitment) বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করেছে যা স্ক্রিনিং টেস্ট/লিখিত পরীক্ষা/ব্যবহারিক পরীক্ষার তারিখ এবং ইন্টারভিউয়ের সময়সূচী প্রদান করে। কমিশন ৩রা। জানুয়ারী ২০২৫ থেকে পরীক্ষা পরিচালনা করার পরিকল্পনা করেছে।

Exam Name
Registration Dates
Exam Dates
West Bengal Judicial Service (Preliminary) Examination, 20237th to 22nd March 20254th May 2025
West Bengal Judicial Service Final Examination23rd June to 3rd July 2025
WBCS (Exe.) etc. (Pre.) Examination, 20244th to 25th April 20257th September 2025
Laboratory Assistant for Forensic Science Laboratory5th May 2025 (5 days)
Technical Officer (Textiles) in the Directorate of Textiles
West Bengal Audit & Accounts Service Recruitment (Preliminary) Examination29th June 2025
WBPSC Recruitment Test3rd, 10th, 23rd August 2025; 15th Nov 2025; 13th Dec 2025
Assistant Masters (B/M) in West Bengal Sub-Ordinate Education Service (Gr-A), Govt. of W.B.14th September 2025
Assistant Mistress (B/M) in West Bengal Sub-Ordinate Education Service (Gr-A), Govt. of W.B.14th September 2025
Assistant Masters (E/M) in West Bengal Sub-Ordinate Education Service (Gr-A), Govt. of W.B.20th September 2025
WBPSC Assistant Mistress (E/M) in West Bengal Sub-Ordinate Education Service (Gr-A), Govt. of W.B.20th September 2025
West Bengal Audit & Accounts Service Recruitment (Preliminary) Examination, 202421st September 2025
WBPSC AE 202510th to 25th July 202518th October 2025
WBPSC FPDO 2025 (Food Processing Development Officer)2nd November 2025
WBPSC MVI Notification 2025 (Non-Technical) under the Transport Department9th November 2025
WBPSC Miscellaneous 20258th to 30th May 202523rd November 2025
West Bengal Judicial Service (Preliminary) Examination, 20247th December 2025
WBPSC LDA (Livestock Development Assistant)14th December 2025
WBPSC Clerkship Examination (Part-I), 20248th to 29th August 202528th December 2025

 

পশ্চিমবঙ্গ পিএসসি পরীক্ষার ক্যালেন্ডার ২০২৫ ডাউনলোড করার পদ্ধতি:

প্রার্থীরা নীচের ধাপগুলি অনুসরণ করে WBPSC পরীক্ষার ক্যালেন্ডার ২০২৫ ডাউনলোড করতে পারেন

  1. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in-এ প্রবেশ করতে হবে অথবা WBPSC পরীক্ষার ক্যালেন্ডার ২০২৫ ডাউনলোড করতে WB PSC Exam Calendar 2025 Download PDF – লিঙ্কে ক্লিক করতে হবে
  2. নতুন কী বিভাগে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন নিয়োগের (WBPSC Recruitment) ক্যালেন্ডার/আগামী পরীক্ষার সম্ভাব্য সময়সূচী পরীক্ষা করতে হবে
  3. WBPSC পরীক্ষার ক্যালেন্ডার ২০২৫ ডাউনলোড করতে “নিয়োগ পরীক্ষার বার্ষিক ক্যালেন্ডার / বিভাগীয় পরীক্ষা এবং নতুন বিজ্ঞাপন প্রকাশ” এ ক্লিক করতে হবে
  4. পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের আসন্ন পরীক্ষার সম্ভাব্য সময়সূচী PDF সংরক্ষণ করতে হবে
Advertisements