WBSEDCL Recruitment 2024: মাসে মাসে মিলবে ৯০০০ টাকা, রাজ্য বিদ্যুৎ দফতরে চাকরির সুযোগ দিচ্ছে সরকার

Prosun Kanti Das

Published on:

Advertisements

WBSEDCL Recruitment 2024 is going to start soon: ২০২৪ এর লোকসভা ভোট যেন দোরগোড়ায় কড়া নাড়ছে। লোকসভা ভোটের আগেই রাজ্য সরকার ছক্কা মেরে প্রার্থীদের জন্য নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি করে। রাজ্যের বিদ্যুৎ দপ্তরে খুব শীঘ্রই নিয়োগ (WBSEDCL Recruitment 2024) করা হবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন লিমিটেডের থেকে কর্মী নিয়োগ হবে ১৮ বছর বয়স হলেই।

Advertisements

পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোন জেলা থেকে থেকেই আবেদনকারীরা আবেদন করতে পারবে। শুধুমাত্র ছেলে নয়, মেয়েরাও এই চাকরির (WBSEDCL Recruitment 2024) জন্য আবেদনযোগ্য। কবে, কিভাবে আবেদন করবেন তা জেনে নিন আমাদের এই প্রতিবেদন থেকে।

Advertisements
নিয়োগকারী সংস্থা

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন লিমিটেড

Advertisements
শূন্যপদ

২টি পদ খালি রয়েছে। পদদুটির নাম –
১) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিক্যাল)
২) টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিক্যাল)

বয়সসীমা
  1. গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিক্যাল): যে সমস্ত প্রার্থীরা গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স নূন্যতম ১৮ বছর হতে হবে।
  2. টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিক্যাল): আর যে সমস্ত প্রার্থীরা টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসে আবেদন করতে চান তাদের বয়স নূন্যতম ২২ বছর হতে হবে।
  3. উপজাতি ও তফশিলী জাতিরা আবেদন করার ক্ষেত্রে বয়সে ছাড় পাবে।
বেতন
  1. গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিক্যাল): গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের জন্য বেতন দেওয়া হবে মাস প্রতি ৯,০০০/- টাকা।
  2. টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিক্যাল): টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস পদের জন্য বেতন দেওয়া হবে মাস প্রতি ৮,০০০/- টাকা।
আবেদন প্রক্রিয়া

    আরও পড়ুন ? BSF and CRPF Recruitment: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, চলছে ৪১৮৭ সেনা নিয়োগ, রইল আবেদন পদ্ধতি।

  • প্রথমে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন লিমিটেড এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  • ওয়েবসাইটে ঢোকার পর প্রথম যে কাজটি করতে হবে সেটি হল লগইন। আপনার ফোন নম্বর বা ইমেইল ও পাসওয়ার্ড সেট করে ওয়েবসাইট থেকে লগইন সম্পন্ন করতে হবে।
  • লগইন হয়ে গেলেই হোম পেজে আবেদন পত্রটি স্ক্রিনে আপনার সামনে ভেসে উঠবে।
  • সেই আবেদন পত্রে আপনার নাম, অভিভাবকের নাম, ঠিকানা সহ যাবতীয় তথ্য প্রদান করতে হবে।
  • তারপর সেই আবেদন পত্রে যে যে নথিগুলি চাওয়া হয়েছে, তা স্ক্যান করে একে একে আপলোড করতে হবে।
  • পুরো পদ্ধতিটি সম্পন্ন হওয়ার পর ভালো করে চেক করে নিয়ে তারপরে ‘সাবমিট’ অপশনে ক্লিক করে আবেদন পদ্ধতিতে জমা করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি

যে সমস্ত প্রার্থীরা অনলাইনে আবেদন করবে, প্রথমে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কোথায় উপস্থিত হতে হবে তা বিজ্ঞপ্তিতে বলা রয়েছে। এই চাকরির জন কোন লিখিত পরীক্ষা হবে না। ডকুমেন্টস ভেরিফাইয়ের পর সরাসরি ইন্টারভিউতে ডাকা হবে। প্রার্থীদের ইন্টারভিউ এর পরই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

আবেদনের শেষ তারিখ

২৭শে মার্চ, ২০২৪ পর্যন্ত আবেদন করা যাবে এই চাকরির জন্য (WBSEDCL Recruitment 2024)।

Advertisements