Vidyut Bhavan: মাধ্যমিক পাশেই মাসে মাসে মিলবে ৭৭০০ টাকা, বিদ্যুৎ বিভাগে কাজের বড় সুযোগ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে চাকরির অবস্থা এমন জায়গায় এসে পৌঁছেছে যে, মাত্র কয়েক হাজার টাকার জন্য উচ্চশিক্ষিত চাকরি প্রার্থীরাও ন্যূনতম চাকরির জন্য আবেদন করছেন। এইরকম চাকরির আকালের পরিস্থিতিতে রাজ্য বিদ্যুৎ ভবনের (Vidyut Bhavan) তরফ থেকে মাধ্যমিক পাশ চাকরি প্রার্থীদের কাজের (Government Job) সুযোগ দেওয়ার পাশাপাশি মাসে মাসে মোটা টাকা রোজগারের সুযোগ করে দেওয়া হচ্ছে।

Advertisements

পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সরবরাহ সংস্থা (WBSETCL) এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সংস্থার তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, তাদের তরফ থেকে কাজ শেখার জন্য সুযোগ করে দেওয়া হবে এই নিয়োগের মধ্য দিয়ে। তবে শুধু কাজ শেখা নয়, এর পাশাপাশি প্রতি মাসে ৭৭০০ টাকা করে দেওয়া হবে। মূলত টেকনিশিয়ান অ্যাপ্রেনটিস হিসাবে নিয়োগ করা হবে।

Advertisements

সংস্থার তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, মোট ৬৭ জনকে এই সকল পদের জন্য নিয়োগ করা হবে। যারা আবেদন করবেন তাদের রাজ্য সরকারের স্বীকৃত কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি যারা আবেদন করবেন তাদের থাকতে হবে ন্যাশনাল কাউন্সিলিং ফর ভোকেশনাল ট্রেনিং থেকে প্রাপ্ত ট্রেড সার্টিফিকেট। এই সকল শিক্ষানবিশ পদে আবেদনের জন্য আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর।

Advertisements

আরও পড়ুন ? UCO Bank Recruitment: সরকারি ব্যাঙ্কে চাকরির বড় সুযোগ! নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ইউকো ব্যাঙ্ক

৬৭ শূন্যপদের মধ্যে ৩৯ জনকে নিয়োগ করা হবে সাধারণ শ্রেণী থেকে, এসসি ক্যাটাগরির ১৩ জন নিয়োগের সুযোগ পাবেন, এসটি ক্যাটাগরির ৩ জন এবং ওবিসি এ ও বি গ্রুপের যথাক্রমে ৭ ও ৫ জন নিয়োগের সুযোগ পাবেন। বারো মাসের জন্য এই প্রশিক্ষণ চলবে এবং প্রশিক্ষণ শেষে যে সার্টিফিকেট পাওয়া যাবে তা বিভিন্ন জায়গায় কাজে লাগবে। তবে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণের মেয়াদ বৃদ্ধি অথবা কাজে নিযুক্ত করার কোনো রকম অনুরোধ রাখা যাবে না।

যে সকল চাকরি প্রার্থীরা এই সকল শিক্ষানবিশ পদে নিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেন তাদের প্রথমেই https://www.apprenticeshipindia.gov.in/ ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করতে হবে। এরপর সেখান থেকে wbsetcl এর এই সকল শিক্ষানবিশ পদে আবেদন করতে হবে। আবেদন করার ক্ষেত্রে আগামী ৭ ফেব্রুয়ারি শেষ দিন ধার্য করা হয়েছে।

Advertisements