নিজস্ব প্রতিবেদন : করোনাকালে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এবার পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের তরফ থেকে তাদের স্মার্ট কার্ড অনলাইনে রিচার্জ করার ব্যবস্থা আনা হলো। এই ব্যবস্থা আসার ফলে অযথা কাউন্টারে জটলা হবে না বলে মনে করছে কর্তৃপক্ষ। এর পাশাপাশি অনলাইনে যাত্রীরা তাদের স্মার্ট কার্ড রিচার্জ করলে পাবেন বাড়তি সুবিধা হিসেবে ক্যাশব্যাক।
পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের স্মার্ট কার্ড অনলাইনে রিচার্জ করার ব্যবস্থাপনা আনা হয় মঙ্গলবার থেকে। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং কাপুর জানিয়েছেন, এখন থেকে বাড়িতে বসেই যাত্রীরা তাদের স্মার্ট কার্ড অনলাইনে রিচার্জ করে নিতে পারবেন। আর অনলাইনে রিচার্জ করলে পাওয়া যাবে ক্যাশব্যাক। তবে রিচার্জ করার ক্ষেত্রে ১০০, ২০০, ৩০০-১৫০০ এরকম অঙ্ক বেছে নিতে হবে। অর্থাৎ খুচরো রিচার্জ করা যাবে না। সে বিষয়ে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে অঙ্ক ধার্য করে দেওয়া হয়েছে।
কিভাবে অনলাইনে রিচার্জ করবেন স্মার্ট কার্ড?
রাজ্য পরিবহণ নিগমের স্মার্টকার্ড অনলাইনে রিচার্জ করার জন্য যাত্রীদের যেতে হবে পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের অফিশিয়াল ওয়েবসাইট http://onlinerecharge.wbtc.co.in/cstcconlinepass/smartcard.action# এ।
সেখানে যাত্রীদের দিতে হবে স্মার্টকার্ডের সাথে থাকার রেজিস্টার্ড মোবাইল নম্বর অথবা স্মার্ট কার্ড নম্বর।
এরপর বেছে নিতে হবে রিচার্জের অঙ্ক। তারপর ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং অথবা UPI-এর মাধ্যমে যাত্রীরা তা রিচার্জ করে নিতে পারবেন।
অফার
বর্তমানে যাত্রীরা অনলাইনে তাদের পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের স্মার্ট কার্ড রিচার্জ করলে ১০% বাড়তি পাবেন। অর্থাৎ ১০০ টাকা রিচার্জ করলে পাওয়া যাচ্ছে ১১০ টাকা, ২০০ টাকার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে ২২০ টাকা ইত্যাদি। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে প্রতিবার রিচার্জে এই ১০% বোনাস দেওয়া হবে। তবে কতদিন এই অফার চলবে তার সম্পর্কে কিছু জানায়নি সংস্থা।