দারুণ খবর দিল WBTC! এই দুই রুটে রাত ১০টার পরেও চলবে AC বাস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাকে রেল পরিষেবা। তবে সব জায়গায় তো আর রেল নেটওয়ার্ক পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। যে কারণে ট্রেনের পাশাপাশি বাস এবং অন্যান্য যানবাহন গণপরিবহনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে ট্রেনের পরই গণপরিবহনের দ্বিতীয় মেরুদন্ড হিসাবে দাঁড়িয়ে রয়েছে বাস পরিষেবা (Bus Service)।

Advertisements

গণপরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ বাস পরিষেবার ক্ষেত্রে এবার একটি সুখবর দিল WBTC। তাদের তরফ থেকে জানানো হয়েছে, রাত ১০টার পরেও দুটি রুটে এসি বাস চালানো হবে। তীব্র গরমে যখন সবার নাজেহাল অবস্থা সেই সময় রাত ১০টার পরেও দুটি রুটে এসি বাস চালানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা যাত্রীদের কাছে অত্যন্ত আনন্দের খবর।

Advertisements

এর পাশাপাশি দেখা যায়, রাত বাড়লেই কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় ক্যাব চালকদের ভাড়া চড়চড় করে বাড়তে থাকে। এছাড়াও বহু ক্ষেত্রেই লক্ষ্য করা গিয়েছে ভাড়া বেশি দিলেও পাওয়া যায় না গাড়ি। বিশেষ করে কলকাতা বিমানবন্দর এলাকায় এমন ঘটনা হামেশাই ঘটে থাকে। এসবের পরিপ্রেক্ষিতেই নড়েচড়ে বসেছে প্রশাসন এবং তারই পরিপ্রেক্ষিতে এয়ারপোর্ট থেকে দুটি রুটে রাত ১০টার পরেও এসি বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisements

১৯ জুন অর্থাৎ সোমবার থেকে এই দুটি এসি বাস চলবে বলে জানা গিয়েছে। একটি এসি বাস চলবে এয়ারপোর্ট থেকে হাওড়া পর্যন্ত এবং অন্যটি চলবে এয়ারপোর্ট থেকে টালিগঞ্জ পর্যন্ত। রাজ্য পরিবহন দপ্তর এবং বিধাননগর পুলিশ যৌথ উদ্যোগ নিয়ে এমন ব্যবস্থা করেছে বলে জানা যাচ্ছে। এমনকি এই রুটে যদি এমন পরিকল্পনা সফল হয় তাহলে অন্যান্য রুটেও রাতে এসি বাস চালানো হবে।

জানা যাচ্ছে, সোমবার আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার সূচনার পর রাত ১০টা থেকে প্রতি এক ঘণ্টা ব্যবধানে চলবে এই এসি বাস দুটি। মধ্যরাত পর্যন্ত এমন বাস পরিষেবা চলবে বলে জানা যাচ্ছে এবং এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে অজস্র সাধারণ মানুষ উপকৃত হবেন তা নিয়ে কোন সন্দেহ নেই।

Advertisements