WBTC will run Puja Special Tram on Kolkata roads during Puja: দুর্গাপুজোর আগে কলকাতাবাসীকে দেওয়া হলো দুর্দান্ত উপহার। গত বছর কলকাতার দুর্গাপুজো UNESCO থেকে হেরিটেজ তকমা পেয়েছে। সেই কৃতিত্বের সঙ্গেই কলকাতার ট্রাম পরিষেবার ১৫০ বছর পূর্তি উপলক্ষে চালু হল একটি পুজো স্পেশাল ট্রাম(WBTC Puja Special Tram)। দারুণ অন্তঃসজ্জা ও রঙিন সাজের এই বিশেষ ট্রাম শহরবাসীর কাছে পুজোয় বাড়তি আকর্ষণ। পুজোতে শহরে জৌলুস বাড়াতে বিশেষভাবে সাজানো একটি ট্রাম চালু করেছে WBTC। ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন ও এশিয়ান পেইন্টস এর যৌথ উদ্যোগ হলো এই ট্রাম।
কলকাতাতে প্রথম ১৮৭৩ সালের আগে চালু হয়েছিল ট্রাম পরিষেবা। শুধু শহরটির সাথে নয় ট্রামের সঙ্গে জড়িয়ে আছে শহরবাসীর ঐতিহ্যে এবং ইতিহাস। এই মাইলফলক উদযাপনের জন্য বিশেষ করে পুজোতে স্পেশাল ট্রাম (WBTC Puja Special Tram) চলবে প্রত্যেকদিন টালিগঞ্জ থেকে বালিগঞ্জ অবধি।
ট্রামটির (WBTC Puja Special Tram) প্রথম বগির বাইরের অংশে কুমারটুলির মৃৎশিল্পীদের সম্মান জানিয়ে হাতে আঁকা হয়েছে বিভিন্ন ছবি। শিল্পীর তুলির টানে স্থান পেয়ে সিঁদুর খেলা ও ধুনুচি নাচও। প্রথম বগির ভিতরের অন্তঃসজ্জাও চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। ভিন্ন রাজ্যের বাসিন্দাদের অবশ্যই ভালো লাগবে এই বিশেষ প্রয়াস।
দ্বিতীয় বগিতে আবার শিল্পীরা ফুটিয়ে তুলেছেন কলকাতার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানকে। বাহ্যিক জিনিসগুলি কিন্তু পশ্চিমবঙ্গের সংস্কৃতি এবং ল্যান্ডমার্ক দ্বারা অনুপ্রাণিত, যেখানে বর্ধিত বাস্তবতার উপাদান রয়েছে৷ পুজোতে ট্রামটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। ট্রামটি (WBTC Puja Special Tram) কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপের কাছ দিয়ে ঘুরে বেড়াবে। ট্রামটিতে উঠতে কোনও প্রকার টিকিট লাগবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন WBTC-র চেয়ারম্যান ও বিধায়ক মদন মিত্র। চলচ্চিত্র অভিনেতা আবির চট্টোপাধ্যায় ও সোহিনী সরকারও উপস্থিত ছিলেন। এছাড়াও এশিয়ান পেইন্টসের কর্তারাও উপস্থিত ছি্লেন। এই বিশেষ ট্রামটি কলকাতার পুজো মরসুমকে আরও বেশি জাঁকজমকপূর্ণ করে তুলবে বলে মনে করা হচ্ছে। ট্রামটি শহরবাসীদের জন্য একটি নতুন আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।