চালু হল সরকারি বাস, রইলো ১৩টি রুট ও ভাড়ার তালিকা

নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাসের সংক্রমণের জেরে দেশ জুড়ে চলছে তৃতীয় দফার লকডাউন। এই লকডাউন চলাকালীন সম্পূর্ণ দেশকে তিনটি জোনে ভাগ করে (রেড, অরেঞ্জ, গ্রীন) শুরু করা হয়েছে বেশ কিছু পরিষেবা। রাজ্য সরকারের তরফ থেকেও বেশ কিছু পরিষেবা চালু করার কথা ঘোষণা করা হয়েছে।

দেশ জুড়ে চলতে থাকা লকডাউনের মধ্যেও জরুরি পরিষেবার কর্মীদের বা স্বাস্থ্যকর্মীদের নিজেদের দায়িত্ব পালনে বাইরে বেরোতে হচ্ছে। অন্যদিকে পরিযায়ী শ্রমিকরা অনেকেই রাজ্যে ফিরছেন। এমন অবস্থায় তাদের কথা মাথায় রেখে আগামী সপ্তাহ থেকে তৃতীয় দফার লকডাউনের মধ্যেই রাজ্যে সরকারি বাস চালানোর সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহন দপ্তর। তবে কনটেইনমেন্ট জোনে কোনো বাস চলবে না।

এর আগেই ৬ টি রুটে বাস পরিষেবা চালু করেছে সরকার। এবার সেই সংখ্যা বাড়িয়ে ১৩ টি রুট করা হলো। এই বাসগুলি কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনার মধ্যে ১৩টি রুটে চলবে। এই রুটগুলিতে সকাল ৭ টা থেকে রাত ৭ টা পর্যন্ত বাস চলবে। বাস আসবে প্রতি এক ঘন্টা অন্তর।

রাজ্য পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর, রাজনবীর সিংহ কপূর জানিয়েছেন বর্তমানে ১৩ টি রুটে বাস চললেও পরবর্তীতে সেই সংখ্যা বাড়ানো হবে। তবে এক্ষেত্রেও সোশ্যাল ডিসটেন্সের নীতি যাতে ঠিকভাবে পালন করা হয় সেইদিকে নজর দেওয়া হচ্ছে। এই বাস চালানোর ক্ষেত্রে কিছু নিয়মের কথা বলা হয়েছে। যেমন – একটি বাসে সর্বাধিক ২০ জন যাত্রী উঠতে পারবে, বাসগুলিকে প্রতিদিন জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে, বাসে যাত্রীদের ফেস কভার ব্যাবহার করতে হবে।

কাদের জন্য এই বাস চালানো হবে?

করোনা পরিস্থিতিতে ফ্রন্টলাইনে থাকা কর্মীদের জন্যই মূলত এই বাস পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার শ্রমিক স্পেশাল ট্রেন এবং সম্প্রতি কিছু প্যাসেঞ্জার ট্রেন চালু করেছে যাতে ভিন রাজ্যে থাকা ব্যক্তিরা বাড়ি ফিরতে পারে। এমন অবস্থায় এমন অনেক মানুষ আছেন যারা সেই বসে করে ট্রেন ধরতে যাবেন বা ট্রেন থেকে নেমেছেন বাসে করে বাড়ি যাবেন। এইসব ব্যক্তিরা ট্রেনের টিকিট দেখিয়ে বাসে উঠতে পারবেন।

বাসের ভাড়া কত হবে?

রাজ্যের মোট ৪৩০০০ সরকারি বাসের প্রায় ৮০% বাস এবং ৩০০০ মিনিবাসের প্রায় সবকটি বাসকে পরিষেবায় নিযুক্ত করা হচ্ছে। এক্ষেত্রে সরকারি বাসের প্রতি ২ কিলোমিটারে ভাড়া ৫ টাকা হারে বৃদ্ধি পাবে। সরকারি বাসগুলির ন্যুনতম ভাড়া হবে ২৫ টাকা এবং সর্বাধিক ভাড়া হবে ৫০ টাকা। মিনিবাসগুলির ভাড়া প্রতি ২ কিলোমিটারে ১০ টাকা হারে বৃদ্ধি পাবে। মিনিবাসের ন্যুনতম ভাড়া ৩০ টাকা ধার্য করা হয়েছে।

কোন কোন রুটে চলবে বাস?

তবে শুধু বাস নয়, শর্ত মেনে বেশ কিছু অঞ্চলে ক্যাব চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। তবে কনটেন্টমেন্ট জোনের মধ্যে এই পরিষেবা পাওয়া যাবেনা। কোনো জরুরি কারণে বা অন্য কোনো রোগে অসুস্থ কোনো ব্যক্তিকে জরুরি অবস্থায় হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য এই পরিষেবা। ধীরে ধীরে পুলিশ প্রশাসনের অনুমতিক্রমে পথে নামবে ট্যাক্সিও।

পরিবহন দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছে সীমিত সংখ্যক ওলা বা উবের ক্যাব চালানো হবে প্রয়োজনীয় পরিষেবার জন্য। তবে পরিষেবা গ্রহণের সময় যাত্রীরা যদি কোনরকম অসুবিধায় পড়েন সেক্ষেত্রে হেল্পলাইন ফোন নম্বর (০৩৩-২২৩৬ ১৯১৬, ০৩৩-২২৩৬০৪৬২, ৯৪৩২০২২১৪৭, ৮৬৯৭৭৩৩৩৯১, ৮৬৯৭৭৩৩৩৯২) এবং হোয়াটসঅ্যাপ নম্বর (৯৮৩০১৭৭০০০) জারি করা হয়েছে।ওলা বা উবেরে কোনরকম সমস্যার কথা জানতে ওলা উবেরের কন্ট্রোল রুম নম্বর (৯৪৩৪৩১৫৮৯২, ৮৩৩৫০০২১৩৩, ৯৪৩৪৫৫৪৯৪) দিয়ে দেওয়া হয়েছে। তবে ক্যাবে যাত্রা করতে গেলেও ফেস কভার ব্যবহার করা, স্যানিটাইজার ব্যবহার, সর্বাধিক দুজন যাত্রীর যাত্রা ইত্যাদি কিছু প্রয়োজনীয় নির্দেশ মেনে চলতে হবে।