‘দরকার হলে কালই আবির খেলবো’, অনুব্রত মণ্ডল

Laltu Mukherjee

Updated on:

Advertisements

লাল্টু : বীরভূমে ভোটের ঠিক সপ্তাহ খানেক আগে থেকেই তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল কখনো আয়কর দপ্তর, আবার কখনো সিবিআই-এর নোটিশ পাচ্ছেন। তবে এইসব নোটিশ অথবা তলব তাকে যে দমাতে পারবে না তা তিনি হাড়ে হাড়ে বুঝিয়ে দিলেন সোমবার সন্ধ্যায়।

Advertisements

যখন সিবিআই তাকে নোটিশ পাঠিয়ে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সিবিআইয়ের দপ্তর নিজাম প্ল্যালেসে হাজিরা দেওয়ার জন্য তলব দিয়েছেন সেই সময় অনুব্রত মণ্ডলকে বলতে দেখা গেল ‘দরকার হলে কালই আবির খেলবো’।

Advertisements

দুবরাজপুরের তৃণমূল প্রার্থী দেবব্রত সাহার সমর্থনে সোমবার সন্ধ্যায় দুবরাজপুরে একটি স্ট্রিট কর্নার করেন অনুব্রত মণ্ডল। সেখানে বক্তব্য রাখার সময় তাকে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই যেমন করা আক্রমণ করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এবং বিজেপিকে, ঠিক তেমনি আবার জয়ের বিষয়ে নিশ্চিত ভাষণ দিতেও শোনা গেল।

Advertisements

অনুব্রত মণ্ডল সভায় ভাষণ দেওয়ার সময় বলেন, “এই করোনার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে নরেন্দ্র মোদি। এই ৮ দফা ভোটের নায়ক নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গে যে করোনা ছড়ালো তার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে নরেন্দ্র মোদি। খেলা হবে, দু তারিখে ১০০ বার খেলা হবে।”

[aaroporuntag]
এর পরেই অনুব্রত মন্ডলের ভাষণ উঠে আসে সপ্তম দফার ভোটের প্রসঙ্গ। সেই প্রসঙ্গে তিনি বলেন, “আজকের ৩৪ টা সিটের মধ্যে ৩২ টা সিটে মমতা ব্যানার্জি জিতেছেন। ২১০ হয়ে গেছে। দরকার হলে কালকে আবির খেলবো। কোন অসুবিধা নাই। মমতা ব্যানার্জি ২১০ পেয়ে গেছে। চিন্তার কোন কারণ নাই।”

Advertisements