শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, তারপরেই ফের জাঁকিয়ে শীত, জানাচ্ছে হওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : ভরা শীতে নতুন বছরের শুরুতেই পূর্বাভাস অনুযায়ী বিক্ষিপ্ত বৃষ্টি দেখেছে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলা। এরপর আজ অর্থাৎ বৃহস্পতিবারও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সকাল থেকেই আকাশের মুখ ভার রাজ্যের বিভিন্ন জায়গায়। মেঘলা আকাশের কারণে হঠাৎ করে বেড়েছে তাপমাত্রা। স্থান বিশেষে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি বেশি। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই বৃষ্টিপাত বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকাল দিকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এও জানানো হয়েছে এই বৃষ্টিপাত চলতে পারে আগামী শনিবার পর্যন্ত। শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আর তারপরেই ধীরে ধীরে কাটবে মেঘ। মেঘলা আকাশের কারণে শুক্র ও শনিবার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি থাকবে।

আর মেঘ কাটলেই নতুন করে তীব্র শীতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। হু হু করে ঢুকবে উত্তুরে হওয়া। অর্থাৎ হাওয়া অফিসের কথা অনুযায়ী আগামী সপ্তাহে ফের জাঁকিয়ে শীত পড়বে রাজ্যজুড়ে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, কাশ্মীরে পশ্চিমী ঝঞ্জা ঢুকে যাওয়ার ফলে রাজ্যে ঢুকেছে জলীয় বাষ্প। জলীয় বাষ্পের পাশাপাশি রয়েছে শীতল হাওয়া। এই দুই বৈপরীত্যের কারণে তৈরি হয়েছে মেঘ। যার কারণেই বৃষ্টি। তবে এই বৃষ্টি ও মেঘ কেটে যাবে আগামী শনিবারের পর থেকে।