রাজ্যজুড়ে শীতের আমেজের মাঝে কয়েক জেলায় বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদন : মেঘলা আকাশের কারণে বছর শুরুর প্রথমেই পশ্চিমবঙ্গ থেকে সাময়িক বিরতি নিল শীত। পয়লা জানুয়ারি থেকেই গত দুদিনের তুলনায় তাপমাত্রা বাড়লো প্রায় দুই থেকে তিন ডিগ্রি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই থেকে তিন দিন এরকমই তাপমাত্রা থাকবে এরাজ্যে।

মেঘলা আকাশের কারণে তাপমাত্রা বাড়ার পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, বৃষ্টি হলে তা হবে বিক্ষিপ্ত। পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগর থেকে আসা পূবালী হবার বৈপরীত্যের কারণেই এই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

হওয়া অফিস জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার চলাকালীন বঙ্গোপসাগর থেকে ঢুকবে পূবালী হাওয়া।দুই বিপরীত ধর্মী বাতাসের কারণে বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। নতুন বছরের প্রথম দিনেই হালকা বৃষ্টির দেখা মিলতে পারে, বছরের দ্বিতীয় দিনে ভারী বৃষ্টির দেখাও মিলতে পারে। আর এই বৃষ্টির কারণে বছরের প্রথম সপ্তাহ স্যাঁতসেঁতে ঠান্ডার মত আবহাওয়ায় পরিণত হতে পারে।

তবে এই দিন তিনেক রাজ্যজুড়ে তাপমাত্রা বাড়লেও এক্ষুনি বিদায় নিচ্ছে না শীত বলে জানিয়েছে হাওয়া অফিস। মেঘলা আকাশ ও বৃষ্টির ভ্রুকুটি কেটে গেলেই নতুন করে আবারও রাজ্যজুড়ে শীতের আবির্ভাব হবে।