পৌষ মাসের শুরুতেই জাঁকিয়ে শীত রাজ্যজুড়ে, বীরভূমে সর্বনিম্ন ৭.৯

অমরনাথ দত্ত : শীত কবে আসবে! দুদিন আগেই দিন গুনছিলো রাজ্যের বাসিন্দারা। অবশেষে অপেক্ষার অবসান, পৌষ মাসের শুরুতেই রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত, কলকাতায় তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রী কম। ১৯ শে ডিসেম্বর মরশুমের শীতলতম দিন।

বুধবার থেকেই রাজ্যের সমস্ত জেলাতেই হুহু করে বইতে থাকে উত্তরে হাওয়া। যে হাওয়ার দাপট আজও বহাল। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হলো ১১.৯ ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৯ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। অন্যদিকে বীরভূমে ১০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতায় যা স্বাভাবিকের থেকে ৪ থেকে ৬ ডিগ্রি কম, বীরভূমের ক্ষেত্রে আরও বেশি।

বুধবার বিকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হাড় কাঁপানো শীতের দেখা মিলেছে। রাত বাড়লেই দক্ষিণবঙ্গের মানুষেরা বাড়িমুখো হয়ে পড়ছেন। আজ সকাল থেকেই কুয়াশা, আগুন পোহাতে ব্যস্ত বাসিন্দারা।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়, আরব সাগরের উপর ঘূর্ণাবর্ত এবং রাজস্থানের নিম্নচাপের কারণে উত্তুরে হাওয়া রাজ্যে ঢুকতে পারছিল না। তাই শীত আসতে দেরি হল। জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশে তুষারপাত হলেও সেই কনকনে হাওয়া পশ্চিমি ঝঞ্ঝার জেরে এরাজ্যে প্রবেশ করতে পারেনি। সেই পরিস্থিতি কাটল বুধবার থেকে। আগামী দিন কয়েকের পাল্লা দিয়ে নামবে উষ্ণতার পারদ।