নিম্নচাপের বিরাম নেই, নতুন করে আবার সম্ভাবনা দেখা দিয়েছে বঙ্গোপসাগরে

নিজস্ব প্রতিবেদন : পরপর দুটি নিম্নচাপ ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে। যে কারণে দফায় দফায় বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আর এবার আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস আগামী বুধবার নাগাদ আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। আগামী দিনে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। যে কারণে পুনরায় আগামী সপ্তাহের বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, আজ অর্থাৎ রবিবার থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার উন্নতি হবে। তবে এই আবহাওয়া পুনরায় মঙ্গলবার থেকে বদলে যেতে পারে। আর সেই সঙ্গে বুধবার থেকে নিম্নচাপের প্রভাবে পুনরায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার নিম্নচাপের প্রভাবে মূলত দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলা যেমন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে সকাল থেকেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া ও হুগলিতে একদম পশলা বৃষ্টির দেখা মিলতে পারে।

মূলত এখন যে বৃষ্টিপাত চলছে তা সম্পর্কে হাওয়া অফিসের তরফ থেকে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল। আর সেই পূর্বভাস মত শুক্রবার থেকেই বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়। টানা তিনদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির পর আজ থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। এই নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে শক্তি হারাতে শুরু করেছে। আগামী ৪৮ ঘণ্টায় তা আরও দুর্বল হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। তবে এই নিম্নচাপের পরেই আবার নতুন করে যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে তার প্রভাব মঙ্গলবার থেকেই পড়তে শুরু করবে বলে মনে করছে হাওয়া অফিস বিশেষজ্ঞরা।