ঘূর্ণাবর্তের জেরে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস রাজ্যের এই ৭ জেলায়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এবং সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপের রূপ নিবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। এরই পরিপ্রেক্ষিতে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের ৭ জেলা ছাড়াও অন্যান্য জেলাগুলিতেও।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি চলতি সপ্তাহ জুড়েই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। মূলত বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের জেরে এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এমনিতেই সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ নজরে আসছে রাজ্যের অধিকাংশ জেলায়। চলতি সপ্তাহে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Advertisements

এই বৃষ্টির কারণে সাময়িকভাবে তীব্র গরম থেকে রেহাই মিলবে। তবে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় বজায় থাকবে অস্বস্তিকর পরিস্থিতি। হাওয়া অফিসের পূর্বাভাস, এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের তিন জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আরও চার জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

Advertisements

উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্ত ছাড়াও সক্রিয় হয়েছে একটি মৌসুমী অক্ষরেখা। যে মৌসুমী অক্ষরেখাটি গয়া থেকে মালদহ হয়ে মনিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যে কারণে দক্ষিণ পূর্ব বাতাসকে ভর করে বিপুল পরিমাণ জলীয়বাষ্প ঢুকেছে রাজ্যে। এর প্রভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে, সোমবার বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। এই তিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি নদীয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের মত জেলাগুলিতে।

পাশাপাশি শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, বীরভূমের সোম এবং মঙ্গলবার মেঘলা আকাশ থাকার পাশাপাশি হালকা বৃষ্টি দেখা মিলতে পারে। বুধবারও মেঘলা আকাশ থাকবে এবং বজ্রবিদ্যুৎ-এর সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

Advertisements