Advertisements

পঞ্চমীতে মুখভার আকাশের, ষষ্টিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগেই জানানো হয়েছিল এবছর পূজোতে অসুর রূপে বৃষ্টিকে দেখা যাবে। পুজোর আগে থেকেই বৃষ্টি হানা দেয় রাজ্যজুড়ে, তবে চতুর্থীর দিন রোদ ঝলমলে আকাশ অনেকটাই স্বস্তি দিয়েছিল বাঙ্গালী মনকে। তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হলো না, পঞ্চমীর ভোর থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রাজ্যের বিভিন্ন জেলায়। দিনভর সূর্যের দেখা মেলেনি।

Advertisements

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আজ সারাদিনই মেঘলা আকাশ থাকবে, পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সম্ভাবনা রয়েছে বৃষ্টির। এমনকি আগামী কাল অর্থাৎ ষষ্ঠীর দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ এবার পুজোয় দুর্যোগের ভ্রূকুটি কিন্তু থেকেই যাচ্ছে।

Advertisements

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, ষষ্ঠী অর্থাৎ বোধনের বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে নবমী থেকে বৃষ্টি বাড়ার প্রবণতা প্রবল, যা চলবে দশমী পর্যন্ত।

পুজোতে এই বৃষ্টিপাতের কারন হিসাবে জানা গিয়েছে, ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ না থাকলেও রাজ্যজুড়ে রয়েছে বিপুল পরিমাণে জলীয়বাষ্প। যে কারণে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

Advertisements