৩০ এপ্রিল পর্যন্ত টানা কালবৈশাখীর পূর্বাভাস রাজ্যজুড়ে

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত রবিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকাল থেকেই ঝাঁপিয়ে বৃষ্টি হয়। শুধু রবিবার নয় বরং দিন কয়েক ধরেই রাজ্যের বেশিরভাগ জেলাতেই ঝাঁপিয়ে বৃষ্টি দেখা গিয়েছে। বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও দেখা গিয়েছে শিলাবৃষ্টি। আর এসবের মাঝেই পূর্বাভাস, এমন দুর্ভোগ চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। বৃষ্টির পাশাপাশি থাকবে কালবৈশাখীর দাপটও।

Advertisements

Advertisements

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল হতে পারে। যে কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

Advertisements

এছাড়াও হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, ৩০ এপ্রিল নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হবে একটি নিম্নচাপ। যে নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। আর সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে মে মাসের ৪ তারিখ নাগাদ তা আছড়ে পড়তে পারে পূর্ব মায়ানমার উপকূল অথবা বাংলাদেশ উপকূলে। ঘূর্ণিঝড়টি অগ্রসর হতে পারে প্রথমদিকে উত্তর ও উত্তর-পশ্চিমে, পরে অগ্রসর হতে পারে উত্তর ও উত্তর-পূর্ব দিকে।

বর্তমানে ছত্রিশগড় ও মেঘালয় দুটি ঘূর্ণাবর্ত বিরাজ করছে। ছত্রিশগড় থেকে মেঘালয় পর্যন্ত বৃষ্টিতে রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখাটি গাঙ্গেয় ওড়িসা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর বিরাজমান। আর যার যেই সাগর থেকে বিপুল পরিমাণ জলীয়বাষ্প ঢুকছে স্থলভাগে। যে কারণে বৃষ্টির পাশাপাশি শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ এপ্রিল পর্যন্ত রাজ্যের বেশিরভাগ জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে কালবৈশাখী।

Advertisements