বৃষ্টি থেকে মুক্তি, এই দিন থেকেই রাজ্যে কাঁপুনি ধরাতে আসছে শীত

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েকের ঘূর্ণিঝড়, নিম্নচাপের কারণে বৃষ্টি। অবশেষে এই ঝঞ্ঝা থেকে মুক্তি। শুক্রবার থেকেই ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। আর এই আকাশ পরিষ্কার হওয়া শুরু হতেই হেলতে দুলতে পশ্চিমবঙ্গে আসতে চলেছে শীত। এখনই দিন কয়েকের মধ্যেই উত্তর থেকে দক্ষিণবঙ্গ তাপমাত্রার পতন লক্ষ্য করা যায়।

অফিসের পূর্বাভাস অনুসারে আগামী দুই থেকে তিনদিনের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার পারদ নামবে তিন থেকে চার ডিগ্রি। শীতের পর থেকে এতদিন বাধা হয়েছিল পশ্চিমী ঝঞ্ঝা। তা কাটতেই শুরু হয়েছে তাপমাত্রার পতন। আপাতত বৃষ্টির কোন পূর্বাভাস পেয়ে এবং আবহাওয়া শুষ্ক থাকবে বলেও জানানো হয়েছে হাওয়ায় অফিসের তরফ থেকে।

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে শুক্রবার জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের আবহাওয়া শুষ্ক হওয়ার সঙ্গে সঙ্গেই পরিমণ্ডলে বিনা বাধায় ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। এই পরিস্থিতিতে আগামী মঙ্গলবারের মধ্যেই কলকাতার রাতের দিকে তাপমাত্রা কমে যাবে ৩ থেকে ৪ ডিগ্রি। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রারও পতন ঘটবে অনেকটাই।

হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সোমবার থেকেই দিনের সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়াতে পারে ১৪ ডিগ্রির আশেপাশে। এরপর দুদিনের মধ্যে সেই তাপমাত্রা আরও কমে দাঁড়াতে পারে ১২ ডিগ্রির আশেপাশে। তবে দিনের দিকে তাপমাত্রা যা থাকবে বলে মনে করা হচ্ছে তাতে এখনকার থেকে খুব একটা পার্থক্য লক্ষ্য করা যাবে না।

একইভাবে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতেও তাপমাত্রার পতন লক্ষ্য করা যাবে খুব শীঘ্রই। সোমবার থেকেই এই সকল জেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ঘোরাফেরা করবে ১৫ ডিগ্রীর আশেপাশে। তারপর তা আগামী সপ্তাহের মধ্যেই নেমে দাঁড়াবে ১৪ ডিগ্রি। দিনের তাপমাত্রা তেমন কোনো তারতম্য লক্ষ্য করা যাবে না।