নিজস্ব প্রতিবেদন : মৌসুমি অক্ষরেখা এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে গত দুদিন ধরেই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কলকাতা এবং মেদিনীপুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায়। এর পাশাপাশি শুক্রবার সকাল থেকেই মেঘে ঢাকা পড়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এই পরিস্থিতিতে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে, আগামী কয়েক ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টা দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মেঘে ঢাকা থাকবে। বিভিন্ন এলাকায় ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টি লক্ষ্য করা যাবে। শুক্রবার সকাল থেকেই বেশ কিছু জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায়।
অন্যদিকে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম, উত্তর ২৪ পরগনা সহ আরও বেশ কয়েকটি জেলায় আগামী কয়েক ঘন্টার মধ্যেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ লক্ষ্য করা যাবে বলেও সতর্ক বার্তা দিয়েছে হাওয়া অফিস। শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে বীরভূম এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা আকাশ থাকার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা যাবে।
মূলত গত সপ্তাহে নিম্নচাপের জেরে এমনিতেই দক্ষিণবঙ্গের অধিকাংশ নদ-নদী টইটুম্বুর। বেশ কিছু এলাকায় প্লাবন দেখা দিয়েছে। হাজার হাজার মানুষ প্লাবিত এলাকা ছেড়ে আশ্রয় নিয়েছেন শরণার্থী শিবিরে। এমত অবস্থায় পুনরায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসে সিঁদুরে মেঘ দেখছেন ওই সকল এলাকার বাসিন্দারা। দক্ষিণবঙ্গের বীরভূমের লাভপুর, হুগলির খানাকুল, হাওড়ার উদয়নারায়ণপুর, আমতা এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মতো বেশ কিছু এলাকা এখনও জলমগ্ন।