বিজ্ঞাপন

নিম্নচাপের জের, শুক্রবারও প্রবল বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদন : বুধবার সন্ধ্যা থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেও মুখ ভার আকাশের, দফায় দফায় বৃষ্টি দক্ষিণবঙ্গে। নিম্নচাপের জেরে অতি বৃষ্টি হয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে।

বিজ্ঞাপন

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অবস্থান করছে অন্ধ্র ও উড়িষ্যা উপকূলে। যার জেরেই অতিবৃষ্টি দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার দিনভর অতি বৃষ্টির পর শুক্রবার কি মুক্তি পাওয়া যাবে বৃষ্টি থেকে! সে বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কোন আশার আলো দিতে পারেনি। শুক্রবারও বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়, পাশাপাশি বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। তবে কালীপুজোর আগে আশার আলো এই যে, শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে।

বিজ্ঞাপন

শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলেও শনিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে। এখনো পর্যন্ত যে তথ্য রয়েছে তাতে মনে করা হচ্ছে কালী পূজোর আনন্দে বাঁধ সাধবে না বৃষ্টি।