বঙ্গোপসাগরে নিম্নচাপ, রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বঙ্গোপসাগরের নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যে কারণে সপ্তাহান্তে রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিলো আলিপুর হাওয়া অফিস। এর পাশাপাশি IMD এর তরফ থেকে জানানো হয়েছে আগামী ১২ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গ সহ সিকিম, ঝাড়খন্ড রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাবে।

Advertisements

Advertisements

তবে বৃষ্টি হলেও হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে ভ্যাপসা গরম অর্থাৎ অস্বস্তিকর পরিস্থিতি থেকে এখনই মুক্তি মিলবে না রাজ্যের বাসিন্দাদের। বরং বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আরও বাড়বে অস্বস্তিকর পরিস্থিতি।

Advertisements

বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও অন্ধ্র উপকূলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত ক্রমশ নিজের অবস্থান পরিবর্তন করে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও ওড়িশা উপকূলের দিকে আসবে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করে শক্তিশালী নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আর এর প্রভাবেই বিপুল পরিমাণ জলীয়বাষ্প ঢুকবে ভূখণ্ডে।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ আরও বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে।

আর চলতি বছর এই ভাবে লাগাতার বৃষ্টির কারণে বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা। অতিবৃষ্টির কারণে কোটি কোটি টাকার ফসল মাঠে পচে নষ্ট হয়েছে। এর পাশাপাশি রাজ্যের বহু দুঃস্থ দরিদ্র মাটির বাড়ি অতিবৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। এমনকি রাজ্যজুড়ে মাটির দেওয়াল চাপা পড়ে মারা যাওয়ার সংখ্যাটাও এবছর কম নয়।

Advertisements