লাল্টু : মেঘ কাটতে শুরু করলেই হুহু করে তাপমাত্রা নামবে, এই বার্তা আগেই দিয়ে রেখেছিল হওয়া অফিস। আর সে কারণেই বৃহস্পতিবার মেঘলা আকাশ থাকলেও শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রার পারদ নামতে শুরু করে। তারপর মেঘ কেটে যেতেই হুহু করে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। শুক্রবার রাত থেকেই জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে।
বৃহস্পতিবার কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হওয়ায় শুক্রবার থেকে তাপমাত্রা অনেকটাই নামে। স্বাভাবিকের থেকে তাপমাত্রা নেমে যায় ৩ ডিগ্রির বেশি। এদিকে রবিবার বীরভূমের তাপমাত্রা নামলো ৮ ডিগ্রির নীচে। শ্রীনিকেতন হওয়া সূত্রে জানা গিয়েছে, ২৯/১২/২০১৯ তারিখে বীরভূম জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আগামীকালও একই রকম তাপমাত্রা থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে।
অন্যদিকে তাপমাত্রা নামার পাশাপাশি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। গত সপ্তাহে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হলেও হঠাৎ ঠান্ডায় বাঁধা পরে মেঘ বৃষ্টি। যার ফলে গত দু’দিন ধরে তাপমাত্রা কিছুটা হলেও বাড়ে। কিন্তু আবার বছরের শেষে জাঁকিয়ে শীত পড়লো।