কবে পড়বে কনকনে ঠান্ডা! রইলো আপনার এলাকার সর্বনিম্ন তাপমাত্রা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেখতে দেখতে ডিসেম্বর মাসের ৬ তারিখ এসে পৌঁছালেও অন্যান্য বছরের মতো কনকনে ঠান্ডার আমেজ এখনো অধরা বাংলায়। তবে ধীরে ধীরে নামছে তাপমাত্রার পারদ। আর এই তাপমাত্রার পারদ নামাতে বাধা হয়ে দাঁড়িয়েছে বঙ্গোপসাগরে একের পর এক তৈরি হওয়া নিম্নচাপ। রাত ও ভোরের দিকে ঠান্ডার আমেজ থাকলেও দিনের বেলায় তাপমাত্রা বাড়ছে। আগামী দিন কয়েক এমনই আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।

Advertisements

তবে কলকাতা এবং শহরতলী এলাকার তুলনায় রাজ্যের অন্যান্য জেলায় তাপমাত্রার পারদ অনেকটাই কমেছে। ইতিমধ্যেই জেলাগুলিতে তাপমাত্রার পারদ নেমে গেছে ১৪ ডিগ্রির নিচে। দিনের দিকে খুব একটা অস্বস্তি ভাব নেই। তবে যে কনকনে ঠান্ডার মেজাজ রাজ্যে দেখা দিতে আরও কয়েকটা দিন সময় লাগবে বলে মনে করছেন হওয়াবিদরা।

Advertisements

রাজ্যের জেলাভিত্তিক হওয়া অফিসের সর্বনিম্ন তাপমাত্রা

Advertisements

আসানসোল হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে রবিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

বহরমপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে রবিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।

বাঁকুড়া হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে রবিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

বিষ্ণুপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে রবিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস।

বর্ধমান হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে রবিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস।

কোচবিহার হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে রবিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস।

দার্জিলিং হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে রবিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৪ ডিগ্রি সেলসিয়াস।

ডায়মন্ড হারবার হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে রবিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস।

দিঘা হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে রবিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।

জলপাইগুড়ি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে রবিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস।

কালিম্পং হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে রবিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুর কলকাতা হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে রবিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতা দমদম হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে রবিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস।

হাওড়া হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে রবিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিগ্রি সেলসিয়াস।

সল্টলেক হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে রবিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

কৃষ্ণনগর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে রবিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস।

মালদা হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে রবিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

মেদিনীপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে রবিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

শিলিগুড়ি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে রবিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে রবিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস।

সুন্দরবন হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে রবিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস।

Advertisements