নিজস্ব প্রতিবেদন : বাতাসে বেড়েছে জলীয়বাষ্পের পরিমাণ। এরই মাঝে মেঘলা আকাশ, কখনো রোদ, এমন পরিস্থিতিতে নাজেহাল অবস্থা পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার বাসিন্দাদের। মূলত তাপমাত্রার পারদ খুব একটা বেশি না থাকলেও আর্দ্রতাজনিত কারণে টেকা দায় হয়ে পড়েছে।
তবে এসবের মাঝেই হাওয়া অফিসের তরফ থেকে ফের নিম্নচাপের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই নিম্নচাপের কারণে মুষলধারে বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গে দুর্যোগ দেখা যেতে পারে এমনটাও আশঙ্কা করা হচ্ছে। নিম্নচাপের যে ভ্রুকুটি দেখা দিয়েছে সেই নিম্নচাপের দরুন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার বঙ্গোপসাগরে তৈরি হবে একটি ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে রূপান্তরিত হবে কি না তা স্পষ্ট হবে সোমবার। যদিও হওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, এই ঘূর্ণাবর্তটি সোমবারই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে যাবে। তারপর তা প্রবেশ করবে ওড়িশা থেকে রেঙুনের মধ্যে ভূভাগে।
নিম্নচাপটি ওড়িশা থেকে রেঙ্গুনের মধ্যে ভূভাগে প্রবেশ করলেও তার যথেষ্ট প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এর প্রভাবে সোমবার থেকেই বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের যে সকল জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রবল সেই সকল জেলাগুলি হল দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর। এর পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ার মত জেলাগুলিতে।
তবে মঙ্গলবারের পরেই বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। অন্যদিকে এই নিম্নচাপের জেরে বৃষ্টির আগে পর্যন্ত রাজ্যের বর্তমান আবহাওয়ার পরিস্থিতি একই রকম থাকবে। আংশিক মেঘলা আকাশের পাশাপাশি কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির দেখা মিলতে পারে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ থেকে মুক্তি নেই এখনই।