আচমকা বদলে যাবে আবহাওয়া! বঙ্গোপসাগরে জোড়া সাইক্লোনিক সার্কুলেশন, জুলাইয়ে ঝড় বৃষ্টির ডবল তাণ্ডব

নিজস্ব প্রতিবেদন : জুলাই মাসেও গরম থেকে নিস্তার মিলছে না দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। জুনের তীব্র তাপপ্রবাহের (Heatwave) পর দিন কয়েকের টানা বৃষ্টিতে তাপমাত্রার পারদ অনেকটাই নামতে দেখা যায়। কিন্তু বৃষ্টি থামতেই ফের আগের মতই গরম। এমন পরিস্থিতিতে নাজেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। তবে এরই মধ্যে হাওয়া অফিসের তরফ থেকে আচমকা আবহাওয়া বদলের ইঙ্গিত দেওয়া হল।

হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, আপাতত দিন কয়েক দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও সাময়িক বিক্ষিপ্ত বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি ফিরতে পারে। তবে এই কয়েকটি দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা এবং আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

যে সকল জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে সেই সকল জেলাগুলি হল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদাতে।

তবে এরই মধ্যে চলতি সপ্তাহেই আবহাওয়ায় আচমকা বদল লক্ষ্য করা যাবে বলেও জানানো হয়েছে। আবহাওয়ার আচমকা এই পরিবর্তনের কারণ হিসাবে হাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে তৈরি হচ্ছে দুটি সাইক্লোনিক সার্কুলেশন। এই দুটি সাইক্লোনিক সার্কেলের মধ্যে একটি অবস্থান হবে মধ্য বঙ্গোপসাগর এবং অন্য একটির অবস্থান হবে উত্তর আন্দামান সাগর।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, মূলত বর্তমানে যে অবস্থা চলছে তা বঙ্গোপসাগরে তৈরি হওয়া দুটি সাইক্লোনিক সার্কুলেশনের পরিপ্রেক্ষিতে। এই পরিস্থিতি বেশিদিন থাকবে না আর এই পরিস্থিতির বদল ঘটলেই দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে শুরু হবে বৃষ্টি। মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি বৃষ্টির ডবল তাণ্ডব দেখতে পারে দক্ষিণবঙ্গ।