Weather News: শীত পড়ছে না, শীত পড়ছে না বলে আফসোস করছিল বহু শীতপ্রেমী লোকজন। তাই হঠাৎ শৈত্যপ্রবাহ এসে যেন এক ধাক্কায় নড়িয়ে দিয়েছে গোটা বাংলাকে। একেই চলছে শৈত্যপ্রবাহে হাড় হিম করা ঠান্ডা, অপরদিকে সমানে লাল চোখ দেখাচ্ছে আসন্ন ঘূর্ণিঝড়ের আগমন। উত্তর থেকে দক্ষিণ কোথায় আবহাওয়া কি খেলা দেখাতে চলেছে জানুন আজকের এই আবহাওয়ার খবরে (Weather News)।
মধ্য ও উত্তর ভারতে জোর কদমে ঠান্ডা পড়ায় নাজেহাল হচ্ছে নগরবাসী। ভারতীয় আবহাওয়া বিভাগ ঘোষনা করেছে যে, খুব শীঘ্রই এমনকি আগামী ৫ দিনেই উপকূলবর্তী এলাকাতে আছড়ে পড়তে চলেছে তীব্র গতি সম্পন্ন ঢেউ। তার সাথে সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে এই সমস্ত এলাকা। শুধু এখানেই নয়, শৈতপ্রবাহের প্রভাবও এক চুল কমবে না। যার ফলে বেশ ঠান্ডা বজায় থাকবে।
আবহাওয়ার খবর (Weather News) অনুযায়ী, ওড়িশা, উত্তর প্রদেশ, দিল্লি, হিমাচল প্রদেশ, মধ্য মহারাষ্ট্র, পূর্ব ও পশ্চিম রাজস্থান, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, লাদাখ, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড শৈত্যপ্রবাহ জাকিয়ে পড়তে চলেছে। এই সমস্ত জায়গায় ভোরবেলা থেকেই ভারী কুয়াশায় ঢেকে যাচ্ছে গোটা এলাকা। পার্বত্য এলাকয় হতে পারে তুষারপাত।
কাছ থেকে অর্থাৎ ১৭ই ডিসেম্বর থেকে ঝাড়খন্ড, বিহার, হরিয়ানা, উত্তর প্রদেশ, রাজস্থান, চন্ডিগড়, জম্মু ও কাশ্মীরে শৈত্যপ্রবাহের প্রভাব আরো তীব্রভাবে পড়তে চলেছে। যার ফলে এই সমস্ত পাহাড়ী এলাকায় একদিকে যেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপরদিকে ভারী তুষারপাত হতে পারে বলে জানা যাচ্ছে। আজ কাশ্মীরের পাহেলগামে তাপমাত্রা থাকবে -৮.৪ ডিগ্রি। গোটা কাশ্মীর আজ কাঁপবে তীব্র ঠান্ডায়। শ্রীনগরে ইতিমধ্যে -৪.৬ ডিগ্রি এবং গুলমার্গে -৭.৬ ডিগ্রি।
আরও পড়ুন:West Bengal Winter Forecast: পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপে বিদ্ধ বাংলার শীত, কেমন কাটবে গোটা সপ্তাহ
আবহাওয়ার খবর (Weather News) অনুসারে, দক্ষিণ বঙ্গোপসাগরের ঠিক মধ্যভাগে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। এই নিম্নচাপটি আগামী দু দিনের মধ্যে শক্তি সঞ্চার করে পূর্ণরূপ নেবে। এর অভিভাবক আপাতত জানা যাচ্ছে পশ্চিম-উত্তর-পশ্চিম তামিলনাড়ু উপকূলের দিকে। নিম্নচাপের ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের রাজ্যগুলিতে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করছে দক্ষিণের রাজ্যগুলিতে।
কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল, পুদুচেরি-তে নিম্নচাপে জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এমনকি ১২ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত জায়গায়। তবে অন্ধপ্রদেশে, কর্নাটকে বৃষ্টিপাত ৭ সেন্টিমিটারের বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।