Weather News: বঙ্গে শেষ হতে চলেছে শীতের দাপট, চোখ রাঙাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Weather News: ডিসেম্বরের শেষেও শীতের মজা পাইনি বলেই দাবি করেছে বঙ্গবাসী। কিন্তু নতুন বছর শুরু হতেই আবহাওয়ার রূপ বদলাতে শুরু করে। গতকাল থেকেই উত্তরে হাওয়া বইতে শুরু করেছে বেশ জোরালোভাবে। আর তার সাথে সাথেই কনকনে ঠান্ডায় জুবুথুবু হয়ে যাচ্ছে বঙ্গবাসী। দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশ কম। আর এর মূল কারণ হলো উত্তরে হওয়া। আবহাওয়ার খবর অনুযায়ী (Weather News), এই উত্তরে হওয়ায় তাপমাত্রার পারদ হ্রাস করছে। যার ফলে কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রি। আবার কোথাও কোথাও তাপমাত্রা ৮ ডিগ্রির নিচেও যাচ্ছে।

Advertisements

আপাতত দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোন প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের কলকাতা সহ পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, পুরুলিয়া, ঝারগ্রাম এই সমস্ত জায়গায় আট এবং আগামী দিনের বৃষ্টির কোন সম্ভাবনা নেই। শুধুমাত্র আজ বা কাল নয় আগামী সাত দিনে দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলায় আবহাওয়া শুষ্ক হয়ে থাকবে। বৃষ্টিপাত হবে না। তবে জেলায় জেলায় বাড়বে কুয়াশার প্রাদুর্ভাব। সকাল থেকেই মাঝারি থেকে ভারী কুয়াশা পড়তে পারে বলেই জানিয়েছে আবহাওয়ার খবর (Weather News)।

Advertisements

শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও বৃষ্টির কোন দেখা মিলবে না বলেই জানিয়েছে আবহাওয়ার খবর। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কালিম্পং, কোচবিহার, মালদাহ এই সমস্ত জেলায় আগামী কয়েক দিন শুষ্ক থাকবে। তবে আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের তিন থেকে চারটি জেলায়। তবে দার্জিলিং থেকে শুরু করে মালদাহ, কালিম্পং এ ঘন কুয়াশার সর্তকতা জারি করেছে। আবহাওয়া দপ্তর উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে কুয়াশার জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

Advertisements

আরও পড়ুন:Nathula PassNathula Pass: বছরের শুরুতেই বন্ধ সিকিমের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র, ভারাক্রান্ত মন নিয়ে ফিরতে হচ্ছে বহু পর্যটকের

তবে বঙ্গবাসীর এই শীতের মজা খুব বেশিদিন পাবে না। তার কারণ আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী (Weather News), এই শীতের স্পেল খুব শীঘ্রই শেষ হতে চলেছে। আগামী কাল থেকে আবহাওয়া বদল এর সম্ভাবনা রয়েছে। কারণ ইতিমধ্যে তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। আর এই পশ্চিমী ঝঞ্ঝা উত্তরে হাওয়াকে বইতে বাধা দিতে চলেছে। যার ফলে আবারও স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা খানিকটা হলেও বাড়বে বলে জানা যাচ্ছে।

আগামীকাল অর্থাৎ রবিবার থেকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা এক ধাক্কায় চার ডিগ্রী বাড়বে বলে শোনা যাচ্ছে। এছাড়া আগামী সপ্তাহের প্রথম দিকে অর্থাৎ সোম থেকে শুরু করে মঙ্গল, বুধবার পর্যন্ত আকাশ মেঘলা থাকবে। তবে এখনই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আপাতত ৩রা থেকে শুরু করে ৭ই জানুয়ারি পর্যন্ত বৃষ্টিপাত হবে না বলেই জানা গেছে আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী।

Advertisements