নিজস্ব প্রতিবেদন : একদিকে অতি বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ, ঠিক সেই সময় দক্ষিণবঙ্গ বৃষ্টির অভাবে খাঁ খাঁ করছে। রাজ্যের উত্তরবঙ্গ ছাড়াও দেশের দিল্লি সহ বিভিন্ন রাজ্যে এখন অতি বৃষ্টিতে নাজেহাল অবস্থা। বিভিন্ন জায়গা যখন অতিবৃষ্টিতে নাজেহাল অবস্থায় কাটাচ্ছে ঠিক সেই সময়ই আবার গরমে নাজেহাল অবস্থায় কাটছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। এমন পরিস্থিতিতে প্রতিটি মানুষ বৃষ্টির দিকে তাকিয়ে রয়েছেন।
গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে সেইভাবে বৃষ্টি না হওয়ার কারণে যখন পরিস্থিতি দিন দিন বিগড়াচ্ছে সেই সময় শুক্রবার হাওয়া অফিসের (Weather Office) তরফ থেকে ভালো খবর দেওয়া হল। কেননা হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Update) অনুযায়ী চলতি সপ্তাহেই আবহাওয়াই আসতে চলেছে আমূল পরিবর্তন। আবহাওয়ায় আমূল পরিবর্তন আসার পাশাপাশি দুর্যোগের আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া এমন আমূল পরিবর্তন আসতে চলেছে মূলত বঙ্গোপসাগরে মাথা চারা দেওয়া দুটি ঘূর্ণাবর্তের কারণে। এই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে এবং তার জেরে দক্ষিণবঙ্গের কলকাতা সহ বিভিন্ন জেলায় বৃষ্টি বৃদ্ধি পাবে বলে জানিয়েছে হওয়া অফিস। বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেলে দক্ষিণবঙ্গে যে তাপমাত্রা চলছে তা কিছুটা হলেও হ্রাস পাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
গত কয়েকদিন ধরেই দফায় দফায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ মেঘে ঢাকা পড়লেও বৃষ্টির সেই ভাবে নামগন্ধ চোখে পড়ছে না। যে কারণে অস্বস্তিকর পরিস্থিতি আরও বৃদ্ধি পাচ্ছে। তবে এবার যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে পরিস্থিতি থেকে মুক্তি মিলবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আর সেই মুক্তির অপেক্ষায় দক্ষিণবঙ্গের বাসিন্দারা।
আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। সেই ঘটনা কবে তৈরি হচ্ছে তার উপর নির্ভর করবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে নেমে আসার কারণে চলতি সপ্তাহের শেষ থেকে আগামী সপ্তাহ পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।