নিজস্ব প্রতিবেদন : নিম্নচাপের কারণে বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই দিয়ে রেখেছিল হাওয়া অফিস। তবে এইভাবে ভেলকি দেখাবে তা কার্যত কেউ বুঝতে পারেননি। আবহাওয়ার এই ভেলকি দেখানো শুরু হয়েছে মূলত রবিবার রাত থেকে। আর এর কারণে রীতিমতো দুর্যোগ নেমে এসেছে দক্ষিণবঙ্গের একাংশে।
রবিবার রাত থেকে শুরু হওয়া এই বৃষ্টির ফলে কলকাতা সহ পার্শ্ববর্তী একাধিক জেলায় জলমগ্ন হয়ে পড়েছে। এর মাঝে আবার দোসর হয়ে দাঁড়িয়েছে ঘনঘন বজ্রপাত। ইতিমধ্যেই ১৪ জনের প্রাণহানি হয়েছে এবং ফসলের ক্ষতির পরিসংখ্যান কান্না এনে দেওয়ার মত। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এখনই এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে না রাজ্যের বাসিন্দাদের।
কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় সোমবার সন্ধ্যা থেকে বৃষ্টির পরিমাণ কমলেও মঙ্গলবার পুনরায় সেই বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এই বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার পূর্বাভাসের পাশাপাশি আরও একাধিক জেলার পরিস্থিতি বানভাসি হতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
আবহাওয়াবিদ ডঃ সুজিব কর ট্যুইট করে জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ১২টা থেকে ফের বৃষ্টি হবে কলকাতায়। সেই বৃষ্টি চলতে পারে রাত্রি দশটা পর্যন্ত। আবহাওয়াবিদদের এই পূর্বাভাসে ফের বানভাসি অবস্থা হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে কলকাতায়। ইতিমধ্যে রবিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে নাকানিচোবানি অবস্থা উত্তর থেকে দক্ষিণ কলকাতার সর্বত্র। এমত অবস্থায় পুনরায় এই দুর্যোগের আশঙ্কায় পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে শুধু কলকাতা নয়, আবহাওয়াবিদ ডঃ সুজিব কর আরও জানিয়েছেন, কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, নদিয়া এবং দুই ২৪ পরগনাতেও ভারী বৃষ্টি হতে পারে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া সহ একাধিক জেলায়। এইসকল জেলাগুলিতে ২৪ ঘন্টা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
After the next 10 hrs intensity of rainfall might increase in Kolkata, Howrah, Hoogli, Nadia, and in the North and South 24 pgs for a span of 8 hrs to 10 hrs, i.e. on and from 12 PM to 10 PM on 21.09.2021.
— Dr.Sujib Kar (@SujibDr) September 20, 2021
বর্তমান এই পরিস্থিতি আগামী বুধবার পর্যন্ত চলবে বলে জানা যাচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। তবে বুধবারের পর পরিস্থিতির সামান্য স্বাভাবিক হলেও পুনরায় ঘূর্ণাবর্তের জোড়া ফলকে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ফের বৃষ্টি বাড়বে বলে মনে করা হচ্ছে।