নিজস্ব প্রতিবেদন : কালী পুজোর পর থেকেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে তাপমাত্রার পারদ ধীরে ধীরে নামতে শুরু করে। কলকাতায় তাপমাত্রার পারদ নেমেছিল ১৯ ডিগ্রির নিচে, অন্যদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির তাপমাত্রার পারদ নেমেছিল ১৫ ডিগ্রীর নিচে।
তবে হঠাৎ নিম্নচাপের আগমণে এই তাপমাত্রার পারদের নিম্নমুখীর সামনে বাধা হয়ে দাঁড়ায়। গত তিনদিনে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার তাপমাত্রার পারদ কমকরে ৩° বেড়েছে। আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গে জলীয়বাষ্প ঢুকার কারণে রাতের দিকে তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আন্দামান সাগর এবং পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় থাকার কারণে শুক্রবার থেকে জলীয়বাষ্প ঢুকবে রাজ্যে। এর প্রভাবে সোমবার পর্যন্ত বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার এবং রবিবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়।
শনিবার এবং রবিবার ওই দুই জেলা ছাড়াও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতে। তবে এই বৃষ্টি কেটে যাওয়ার পরেই ফের নামতে শুরু করবে তাপমাত্রার পারদ। তবে তাপমাত্রার পারদ নামলেও দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত আসতে বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
হওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, সোমবারের পর থেকে নতুন করে তাপমাত্রার পারদ নামতে শুরু করলেও জাঁকিয়ে শীতের যে অনুভূতি তা পেতে হলে আপামর বাঙালিকে অপেক্ষা করতে হবে ডিসেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ডিসেম্বর মাসের ১৫ তারিখ ছাড়া জাঁকিয়ে শীতের তেমন কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না।