নিজস্ব প্রতিবেদন : বর্তমানে ওড়িশার রাউলকেল্লায় অবস্থান করছে নিম্নচাপ। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। যে কারণে বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি অব্যাহত থাকবে। আর এই নিম্নচাপের প্রভাব বুধবার দুপুরের পর থেকেই ভালোভাবে টের পাওয়া শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা এবং শহরতলীগুলিতে। বৃহস্পতিবার দিনভর বৃষ্টি চলবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম এবং পূর্ব বর্ধমানে৷
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার সারাদিন দফায় দফায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। তবে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পশ্চিমাঞ্চলের চার জেলায়। অন্যদিকে সমুদ্র উপকূলবর্তী এলাকায় ঝড়ো হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। যে কারণে বৃহস্পতিবারও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আগস্ট মাসের শুরু থেকেই পশ্চিমবঙ্গের উপর একের পর এক নিম্নচাপ বিরাজ করছে। আর এই সকল নিম্নচাপের স্যাঁতসেঁতে আবহাওয়ায় বাড়ছে রোগ-জীবাণুর প্রকোপ। পাশাপাশি স্যাঁতসেঁতে আবহাওয়ায় বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন রাজ্যের বাসিন্দারা। এছাড়াও দিনদিন বৃষ্টিপাতের কারণে নদী তীরবর্তী এলাকাগুলিতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। যে কারণে সবার মনেই একটাই প্রশ্ন কবে কাটবে এমন স্যাঁতসেঁতে আবহাওয়া?
আবহাওয়ার উন্নতি প্রসঙ্গে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ আগামী চার দিন ধরে ক্রমশ সরে যাবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে। আর এর ফলে ওড়িশা, ছত্তিশগড় এবং ঝাড়খন্ডে বৃষ্টির সম্ভাবনা প্রবল। পাশাপাশি এর প্রভাব অবশ্যই লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বৃহস্পতিবার বিকালের পর থেকেই আবহাওয়ার বেশ কিছুটা উন্নতি হবে বলে মনে করা হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে।