পারদ নামলো ৫ ডিগ্রি, কনকনে ঠাণ্ডায় কাঁপছে বাংলা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : শুক্রবার রাত থেকেই রাজ্যজুড়ে নামবে তাপমাত্রার পারদ, এমনটাই জানানো হয়েছিল হাওয়া অফিসের তরফ থেকে। আর সেই পূর্বাভাসকে সত্যি করে এক ধাক্কায় শনিবার তাপমাত্রার পারদ নামলো ৫ ডিগ্রি। কলকাতায় তাপমাত্রার পারদ নেমেছে ৩ ডিগ্রি। কনকনে ঠাণ্ডায় কাঁপছে বাংলার জেলার বাসিন্দারা।

Advertisements

ডিসেম্বর মাসের প্রথম দিকে দিন কয়েক শীতের অনুভূতি পাওয়া গেলেও হঠাৎ করে মেঘের কারণে ঢাকা পড়ে যায় শীত। বাড়তে থাকে তাপমাত্রার পারদ। আর এই তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে বেশি থাকে ডিসেম্বরের অর্ধেক মাস পর্যন্ত। অবশেষে শুক্রবার হাওয়া অফিসের তরফ থেকে শীত নিয়ে সুখবর দেওয়া হয়।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে শীত সম্পর্কিত সুখবর দেওয়ার পাশাপাশি এটাও জানানো হয়েছে যে আগামী রবিবার এবং সোমবার তাপমাত্রার পারদ আরও নামতে পারে। অর্থাৎ পূর্বাভাস সত্যি হলে আগামী দুদিন কনকনে ঠান্ডায় কাঁপা সম্ভাবনা রয়েছে গোটা বাংলা। তবে মঙ্গলবার থেকে কিছুটা হলেও তাপমাত্রার পারদ চড়বে বলেও জানানো হয়েছে।

Advertisements

জেলাভিত্তিক সর্বনিম্ন তাপমাত্রা

আসানসোল হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৬ ডিগ্রি সেলসিয়াস।

বহরমপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস।

বাঁকুড়া হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

বিষ্ণুপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৬ ডিগ্রি সেলসিয়াস।

বর্ধমান হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস।

কোচবিহার হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী কম।

দার্জিলিং হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস।

ডায়মন্ড হারবার হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রী কম।

দিঘা হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী কম।

জলপাইগুড়ি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রী কম।

কালিম্পং হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুর কলকাতা হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী কম।

কলকাতা দমদম হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী কম।

সল্টলেক হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস।

কৃষ্ণনগর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী বেশি।

মালদা হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রী কম।

মেদিনীপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী কম।

শিলিগুড়ি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রী কম।

সুন্দরবন হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

Advertisements