নিজস্ব প্রতিবেদন : রাজ্য থেকে নিম্নচাপ (Depression) বিদায় নেওয়ার পর পাকাপাকিভাবে বিদায় নিয়েছে বর্ষা (Monsoon)। আর এই বর্ষা বিদায়ের সঙ্গে সঙ্গে দিন কয়েক ধরেই দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের (Winter) আমেজ অনুভূত হতে শুরু করে। শীতের এই আমেজ বিলাসীদের কাছে সুখবর হয়ে দাঁড়ালেও হঠাৎ বৃষ্টির (Weather Report) পূর্বাভাস দিল হাওয়া অফিস।
হাওয়া অফিসের তরফ থেকে সোমবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস থাকলেও অন্যান্য জেলাগুলির ক্ষেত্রেও রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস।
সোমবার যেসকল জেলাগুলির ক্ষেত্রে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সেগুলি হল কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম। এইসকল জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার। বৃষ্টির এই সম্ভাবনার কারণে গত দু’দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে। তবে রাতের দিকে তাপমাত্রা কমবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
শ্রীনিকেতন হাওয়া অফিসের (Sriniketan Weather Office) তরফ থেকে সোমবার যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে জানানো হয়েছে, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিক। তবে সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে ১ ডিগ্রী সেলসিয়াস। এদিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রী সেলসিয়াস।
আলিপুর হাওয়া অফিসের (Alipur Weather Office) তরফ থেকে জানানো হয়েছে, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১° বেশি। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।