ফের নিম্নচাপ, আগামী সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে ফের নিম্নচাপের ভ্রুকুটি। নতুন করে আবার একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের পূর্বভাগে। নিম্নচাপ তৈরি হলে আগামী সপ্তাহেই রাজ্যের ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে এর প্রভাব লক্ষ্য করা যাবে। নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার নাগাদ। পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও।

শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে মেঘলা আকাশ। যে কারণে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা রাজ্যের বাসিন্দাদের।তবে এই অস্বস্তিকর আবহাওয়া থেকে রক্ষা দিতে শনি ও রবিবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বর্তমানে রাজ্যে প্রাক বর্ষার মরশুম শুরু হয়েছে। যে কারণে দখিনা বাতাসের উপর ভর করে বিপুল পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। আর এই সকল জলীয়বাষ্প বজ্রগর্ভ মেঘ তৈরি করে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়াচ্ছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ৪৮ ঘন্টায়। পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই ঝড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ অল্পবিস্তর বৃষ্টি হতে পারে। ঝড়ের গতিবেগ থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার ঘন্টায়। দিনের দিকে ভ্যাপসা গরমে অস্বস্তিকর পরিবেশ বজায় থাকলেও তাতে আগামী দুই-তিন দিন তাপমাত্রার সেরকম তারতম্য ঘটবে না।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে নির্ধারিত সময়ে কেরলে ঢুকে পড়েছে বর্ষা। এছাড়াও অন্ধ্র, তামিলনাডু, পদুচেরির বেশ কিছু অংশেও মৌসুমী বায়ুর ঢুকে পড়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর এই গতি বজায় থাকলে রাজ্যে নির্ধারিত সময়ে স্বাভাবিক নিয়মে বর্ষা ঢুকে পড়বে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ৭ই জুন এবং ১১ই জুন দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনার কথা বলা হয়েছে।