ফের সাগরে দানা বাঁধছে ঘূর্ণাবর্ত, পুজোর সময় ফের দুর্যোগ! কি জানাচ্ছে হাওয়া অফিস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পুজোর কয়েকদিন আগেই দুর্যোগের মুখে পড়েছিল দক্ষিণবঙ্গ (South Bengal), দুর্যোগের হাত থেকে বাদ যায়নি উত্তরবঙ্গ। তৈরি হওয়া নিম্নচাপের দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে গোটা রাজ্য। এমনকি দফাই দফাই এই বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের বেশ কিছু জেলায়। সম্প্রতি শনিবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয় এবং সেই উন্নতির ফলে এখন আবহাওয়া অনেকটাই অনুকূল। তবে এরই মধ্যে ফের অশনি সংকেত মিলছে হওয়া অফিসের তরফ থেকে।

Advertisements

রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস (Weather Update) নিয়ে যে সংকেত পাওয়া যাচ্ছে তাতে আগামী দিন খুব একটা ভালো কাটবে না বলেই আশঙ্কা করা হচ্ছে। কেননা হাওয়া অফিসের পূর্বাভাস থেকে জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। পূর্বাভাস থেকে জানা গিয়েছে, মায়ানমার উপকূলের কাছে এই ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তবে তার অভিমুখ কোন দিকে হবে তা এখনো স্পষ্ট নয়।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস পাওয়া গিয়েছে তাতে সোমবার থেকে আপাতত দিন কয়েক দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। কোন কোন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অধিকাংশ জেলার ক্ষেত্রেই সোমবার থেকে আপাতত দিন দুয়েক বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisements

অন্যদিকে দুর্গাপুজোর সময় পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে প্রথম থেকেই চরম আশঙ্কা রয়েছে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, দুর্গা পুজোর সময় এবারও বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ। পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও হাওয়া অফিসের তরফ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

হাওয়া অফিসের তরফ থেকে আপাতত যা জানানো হয়েছে তাতে বলা হয়েছে, মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। আবার কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলি মহালয়া পর্যন্ত শুষ্ক থাকবে। তারপর কি হয় সেই দিকেই তাকিয়ে হাওয়া অফিস। কেননা নতুন করে যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে তার প্রভাব কতদূর কি পড়বে তাই এখন দেখার।

Advertisements