রাজ্যে বর্ষার আগমণ, আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস দিলো হওয়া অফিস

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : একেবারে দিনক্ষণ ঠিক করে হাওয়া অফিসের পূর্বাভাস মতই শুক্রবার রাজ্যে ঢুকছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। অর্থাৎ আজই রাজ্যে আগমন ঘটছে বর্ষার। চলতি বছর নির্দিষ্ট সময়ে অর্থাৎ জুন মাসের ১ তারিখ কেরলে ঢুকে পড়েছিল বর্ষা, এরপর মায়ানমার হয়ে উত্তর-পূর্ব ভারতে দিন দুয়েক আগেই বর্ষার আগমন ঘটে। সেসময় উত্তরবঙ্গে প্রবেশ শুরু হয় বর্ষার।

Advertisements

Advertisements

আর এই বর্ষার আগমনে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ সারা দিন মেঘলা আকাশ দেখা যাবে দক্ষিণবঙ্গ জুড়ে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনার কথা জানানো হয়েছে। অন্যদিকে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বলেও পূর্বাভাস অফিসে। অন্যদিকে বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি নিম্নচাপ। যে নিম্নচাপের প্রভাবে আগামী তিন দিন অন্ধ্র ও কর্ণাটক উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন।

Advertisements

আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী দুই-তিন দিন আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন ঘটবে না বলে আশা করা হচ্ছে।

উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টিপাতের পাশাপাশি ঝোড়ো হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। কোন কোন জায়গায় ঝড়ের গতিবেগ ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে।

Advertisements