এক ধাক্কায় বাড়লো তাপমাত্রা, এই সকল জেলায় বৃষ্টির পূর্বাভাস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : খুব সুন্দর হবে ধীরে ধীরে নামছিল তাপমাত্রার পারদ। শীতের (Winter) আমেজ শুরু হয়ে গিয়েছিল দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। তবে হঠাৎ এই শীতে বাধা হয়ে দাঁড়ালো পূবালী হাওয়া। গত দুদিনের তুলনায় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে দিনের সর্বনিম্ন তাপমাত্রার পারদ এক ধাক্কায় বেড়েছে ২ থেকে ৩ ডিগ্রি। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় নভেম্বর মাসে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস (Weather Report) রয়েছে।

Advertisements

আলিপুর হাওয়া অফিসের (Alipur Weather Office) তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাবে। পুবালি হাওয়ার প্রভাবে কমবে উত্তুরে হাওয়ার দাপট। মূলত বুধবার থেকেই আবহাওয়ার এই পরিবর্তন লক্ষ্য করার পাশাপাশি বৃহস্পতিবার থেকে তা ভালোভাবেই টের পাওয়া যাবে।

Advertisements

আবহাওয়ার এই পরিবর্তনের কারণ হিসেবে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে (Bay Of Bengal) কি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যে কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনার পরিপ্রেক্ষিতেই শীতের আমেজ অনুভূত হওয়া হ্রাস পেতে শুরু করেছে।

Advertisements

পাশাপাশি জানানো হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের সম্ভাবনা কারণে জলীয়বাষ্প ঢুকতে শুরু করেছে রাজ্যে। এর প্রভাবে সপ্তাহান্তে বেশকিছু জেলায় হালকা বৃষ্টির দেখাও মিলতে পারে। দক্ষিণবঙ্গের যে সকল জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সকল জেলাগুলি হল কলকাতা, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুর। তুলনামূলক বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে।

বুধবার শান্তিনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে দেওয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রী, যা স্বাভাবিকের তুলনায় ২° কম। একইভাবে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে দেওয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে, দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রী, যা স্বাভাবিকের তুলনায় ১° কম।

Advertisements