নিজস্ব প্রতিবেদন : হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী হু হু করে নামছে দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ। আর এই তাপমাত্রার পারদ দেখতে দেখতে নেমে গেছে ৯ ডিগ্রীর নিচে। যদিও ৯ ডিগ্রির নিচে তাপমাত্রা নির্দিষ্ট কয়েকটি জেলায় লক্ষ্য করা গেছে। তবে হাওয়া অফিসের পূর্বাভাস আগামী মঙ্গলবার থেকে এই তাপমাত্রার পারদ কিছুটা হলেও চড়বে।
দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে সবথেকে বেশি তাপমাত্রা নেমেছে বীরভূমে। শ্রীনিকেতন হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রী কম। পাশাপাশি দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২২.৪ ডিগ্রির ধারে কাছে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। যাও কিনা স্বাভাবিকের তুলনায় ৪ কম।
দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বর্ধমানের সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি নিচে রয়েছে বিষ্ণুপুরেও। সেখানেও তাপমাত্রা ৯.৪ ডিগ্রী সেলসিয়াস।
আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী সোমবার সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির নীচে। স্বাভাবিকের তুলনায় ৪° কম। সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২২.৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে এমনটাই অনুমান করা হচ্ছে। এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪ কম।
মোটের উপর দক্ষিণবঙ্গের বাসিন্দারা দীর্ঘদিন ধরে যে শীতের অপেক্ষায় ছিলেন সেই শীত এখন বাংলার ঘরে ঘরে। আর এই দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বীরভূম, বর্ধমান এবং বাঁকুড়া তীব্র শীতের আমেজ অনুভব করছে।