নিজস্ব প্রতিবেদন : নভেম্বর মাসের শুরুর দিকে রাজ্যে শীতের আমেজ অনুভব করা যাচ্ছিল। এরপর কালীপুজো নাগাদ হঠাৎ তা গায়েব হয়ে যায়। বাতাসে মাত্রাতিরিক্ত জলীয়বাষ্প তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী করে। তবে মেঘ কাটলেই তাপমাত্রার পারদ নামবে তার আগেই জানানো হয়েছিল।
হাওয়া অফিসের পূর্বাভাস মত শুক্রবার এবং শনিবার রাজ্যের বেশিরভাগ জেলায় ছিল মেঘে ঢাকা। এমনকি বেশকিছু জেলায় ঝিরঝিরিয়ে বৃষ্টিপাত দেখা দেয়। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছিল এই মেঘলা আকাশ রবিবার নাগাদ কেটে যাবে। আর তারপরেই হু হু করে নামতে শুরু করবে তাপমাত্রা। আর সেই পূর্বাভাসকে সত্যি করে রবিবার থেকেই তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা
আসানসোল হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৭ ডিগ্রি সেলসিয়াস।
বহরমপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।
বাঁকুড়া হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম।
বিষ্ণুপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধমান হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস।
কোচবিহার হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।
দার্জিলিং হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস।
ডায়মন্ড হারবার হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।
দিঘা হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
জলপাইগুড়ি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।
কালিম্পং হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর কলকাতা হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।
কলকাতা দমদম হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
হাওড়া হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিগ্রি সেলসিয়াস।
সল্টলেক হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস।
কৃষ্ণনগর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
মালদা হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
মেদিনীপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।
শিলিগুড়ি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম।
সুন্দরবন হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস।