গরমে তেতে উঠলো রাজ্য, স্বাভাবিকের থেকে অনেকটাই বাড়লো তাপমাত্রা

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : সবেমাত্র শীত ফুরিয়েছে। আর এর মাঝেই যেভাবে তেতে উঠছে রাজ্য তা বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। রবিবারই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়ে যায় ২৪° সেলসিয়াস। রাজ্যের জেলাগুলির ক্ষেত্রেও পরিস্থিতি একই। যদিও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও এখনো ভোরের দিকে তাপমাত্রা নামতে দেখা যাচ্ছে।

তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় সোমবার থেকে আদ্রতাজনিত অস্বস্তি ঘিরে ধরেছে রাজ্যের বাসিন্দাদের। পাশাপাশি সোমবার দক্ষিণবঙ্গের আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেশি। সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গেছে ২৪ ডিগ্রিতে, যা স্বাভাবিকের তুলনায় ৪° বেশি।

শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেশি। সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২° বেশি।

[aaroporuntag]
তবে এখানেই শেষ নয় হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে চলতি সপ্তাহের তাপমাত্রা আরও কয়েক ডিগ্রী বেড়ে যাবে। পূর্বাভাস অনুযায়ী দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় আরও দুই থেকে তিন ডিগ্রি বাড়বে।