নিজস্ব প্রতিবেদন : কাঠফাটা রোদে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের। যদিও উত্তরবঙ্গের পরিস্থিতি অনুকূল। ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরপ্রদেশের পূর্বভাগে এবং বিহার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর পাশাপাশি একটি অক্ষরেখা রয়েছে সিকিম থেকে উত্তরবঙ্গ পর্যন্ত। এই দুয়ের প্রভাবেই আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী পাঁচ দিন উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণে আপাতত বৃষ্টির পূর্বাভাস দেখছে না হওয়া অফিস। দক্ষিণের যেমন কাঠফাটা রোদ আর অস্বস্তিকর পরিস্থিতি বজায় রয়েছে ঠিক সেই রকমই পরিস্থিতি বজায় থাকবে।
আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে পেশ করা রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও। তবে এরই পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাতেও বৃষ্টির দেখা মিলতে পারে বলে অনুমান করা হচ্ছে।
উত্তরবঙ্গের বৃষ্টির সামান্য রেস আসতে পারে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং বীরভূমে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আর কোথাও বৃষ্টির কোন পূর্বাভাস নেই। বাকি জেলাগুলিতে যেমন কাঠফাটা রোদ এবং ভ্যাপসা গরম রয়েছে সেই রকমই পরিস্থিতি থাকবে আগামী কয়েকদিন। এই পরিস্থিতি থেকে রক্ষা না মেলায় আপাতত কয়েকদিন নাজেহাল অবস্থা হয়ে দাঁড়াবে বাসিন্দাদের।
অন্যদিকে আবার তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের বেশ কয়েকটি জেলার ক্ষেত্রে তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে।