ঘূর্ণাবর্তের জেরে ফের বৃষ্টি, কত দিন চলবে এই দুর্যোগ জানালো হওয়া অফিস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহে নিম্নচাপের জেরে টানা বৃষ্টির কারণে পশ্চিমবঙ্গের বেশকিছু জেলা প্লাবিত। দুর্যোগের সেই ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি সাধারণ মানুষ। এরই মাঝে মৌসুমী অক্ষরেখা এবং উত্তর বঙ্গোপসাগরের উপর থাকা ঘূর্ণাবর্তের জেরে নতুন করে দুর্যোগ ঘনিয়ে এসেছে পশ্চিমবঙ্গের বুকে।

Advertisements

Advertisements

বুধবার সকাল থেকেই রাজ্যের অধিকাংশ জেলা মেঘে ঢাকা পড়ার পাশাপাশি শুরু হয়েছে বৃষ্টি। এই পরিস্থিতিতে হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির দিক দিয়ে বিচার রেখে বেশ কিছু জেলার ক্ষেত্রে কমলা ও হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, শুক্রবার পর্যন্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলবর্তী এলাকায় জেলাগুলিতে। ধীরে ধীরে বৃষ্টি বাড়ার কথা জানিয়েছে হাওয়া অফিস। পরবর্তীতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।

বুধবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, হাওড়া ও হুগলিতে। এই সকল জেলাগুলিতে কমলা সর্তকতা জারি করা হয়েছে। হলুদ সর্তকতা জারি করা হয়েছে কলকাতা বাঁকুড়া, পুরুলিয়া, ও ঝাড়গ্রামে। বৃহস্পতিবারও হলুদ সর্তকতা জারি করা হয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরের জন্য। শুক্রবার হলুদ সর্তকতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার জন্য।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বিহারের পাটনা থেকে মালদহের উপর দিয়ে অরূণাচল প্রদেশ হয়ে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি মৌসুমী অক্ষরেখা। এর সাথে সাথে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে শুক্রবার পর্যন্ত আবহাওয়ার উন্নতি হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না।

Advertisements