শীতের আমেজ শুরু হতে না হতেই নিম্নচাপের ভ্রুকুটি, বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ নামতে শুরু করে। নভেম্বরের শুরুতেও রাত ও ভোরের দিকে শীতের আমেজ বজায় রয়েছে। তবে এরই মধ্যে একটি নিম্নচাপের ভ্রুকুটি তৈরি হয়েছে এবং এর ফলে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।

বিভিন্ন জেলায় এখন মাঝে মাঝেই কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে এবং তাপমাত্রার পারদ মূলত কুড়ি ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। তবে এই শিরশিরানি ভাব কত দিন বজায় থাকবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে নিম্নচাপের এই ভ্রুকুটির কারণে। কারণ আগামী চলতি সপ্তাহের শেষের দিকেই বৃষ্টি দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে। সেই ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে পৌঁছে নিম্নচাপ তৈরি করবে। সেই নিম্নচাপ প্রবেশ করবে ওড়িশা এবং অন্ধ্র উপকূলে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে হওয়া অফিস।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গের উপর না পড়লেও চলতি সপ্তাহের শেষের দিকে আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস এবং বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। এছাড়াও সকালের দিকে হালকা শিশির পড়বে বলেও জানানো হয়েছে।

নিম্নচাপের ফলে সাময়িকভাবে তাপমাত্রার পারদ কিছুটা হলেও বাড়বে বলে মনে করা হচ্ছে। যদিও এই আশাও করা হচ্ছে এই নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে শীতের আগমন ঘটতে পারে।