শীতের আমেজের দিন শেষ! ফের বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের এই ৬ জেলা, বাড়বে তাপমাত্রা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দুর্গাপুজো শেষ হতেই দক্ষিণবঙ্গ (South Bengal) জুড়ে শুরু হয়ে যায় হালকা শীতের আমেজ। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে রাতে এবং সকালের দিকে ভালোই ঠান্ডা অনুভূত হতে শুরু করে। আবার উত্তরবঙ্গের দার্জিলিং জেলার তাপমাত্রা নেমে যায় ১০ ডিগ্রির নিচে। এসব দেখে শীতপ্রেমীরা বেশ ভালই আনন্দে ছিলেন। কিন্তু হঠাৎ সেই আনন্দে ব্যাঘাত ঘটাতে চলেছে বৃষ্টি (Rain)। অন্ততপক্ষে হাওয়া অফিসের পূর্বাভাস থেকে এমনটাই জানা যাচ্ছে।

Advertisements

দুর্গাপুজোর পর মেঘ কেটে গিয়ে যে মনোরম পরিবেশ শুরু হয়েছিল তার মোটামুটি সমাপ্তি ঘটবে চলতি সপ্তাহেই বলে জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সপ্তাহের শেষের দিকে এবং উত্তরবঙ্গের সপ্তাহের মাঝামাঝি সময়েই বৃষ্টি ভাসাতে পারে। বৃষ্টিতে ভাসতে পারে এই সব জেলা। চলুন দেখে নেওয়া যাক কোন কোন জেলার কপালে রয়েছে হেমন্তের বৃষ্টি।

Advertisements

মূলত পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালী হওয়ার দৌলতেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার দাপট বৃদ্ধি পাওয়ায় উত্তুরে হাওয়া আটকে গিয়েছে আর সমুদ্র থেকে জলীয়বাষ্প ঢুকতে শুরু করেছে। বঙ্গে নতুন করে জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে উত্তর ও দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলার আকাশ মেঘে ঢাকবে এবং হালকা বৃষ্টির মুখোমুখি হবে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে।

Advertisements

বুধবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলার বেশ কিছু অংশে বৃষ্টি হতে পারে। শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের ৬ জেলাও বৃষ্টিতে ভিজতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। এই পূর্বাভাস অনুযায়ী শীতের দাপট উধাও হয়ে যাবে এবং তাপমাত্রা বৃদ্ধি পাবে।

দক্ষিণবঙ্গের যে ছয় জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সেই জেলাগুলি হল বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা। এই সকল জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলা শুষ্ক থাকলেও শুক্রবার এই সকল জেলায় বৃষ্টি হতে পারে। তবে এই ছয় জেলা ছাড়া বাকি যে সকল দক্ষিণবঙ্গের জেলা রয়েছে সেগুলি মোটামুটি ভাবে শুষ্ক থাকবে।

Advertisements